দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী খিলগাঁও গার্লস স্কুলে ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ভোট দিয়েছেন তিনি।
ভোট প্রদান শেষে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, এ কেন্দ্রে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আশা করব এ ধারা অব্যাহত থাকবে। যারা ভোট দিতে আসবেন তারা সুষ্ঠুভাবেই এখানে ভোট প্রদান করতে পারবেন।
ভোটে জয়ের বিষয় তিনি বলেন, জয়-পরাজয়ের বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। ফলাফলের ওপর নির্ভর করবে জয়-পরাজয়। তবে আমরা আশাবাদী। কারণ গত পাঁচ বছরে আমরা যেসব কাজ করেছি মানুষ তার মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, এ আসনের যিনি নির্বাচিত হবেন তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশা রাখি।
মন্তব্য করুন