ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে ঝিনাইদহের শৈলকুপায় এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছেন নৌকা সমর্থকরা। রোববার (৭ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম শামীম হোসেন। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোটের খবর সংগ্রহে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান শামীম হোসেনসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। এ সময় স্থানীয় হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা হয়। চড়, ঘুষি, লাথিসহ বেধড়ক পেটানো হয় ওই সাংবাদিককে।
আহত শামীম হোসেন জানান, ভোটকেন্দ্রে যাওয়ার পর তার পরিচয় জানতে চান ইকু শিকদারদার। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ইকু বলেন তোর এখানে কাজ কি? এই বলে মারধর করা হয়। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, এ বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।
মন্তব্য করুন