ভোট সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ দেখছেন না বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ভুলতা ইউনিয়নের মিঠাব আদর্শ উচ্চবিদ্যালয় পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন সব কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দিচ্ছে। আওয়ামী লীগের দলীয় লোকজন কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করছে। তা ছাড়া প্রায় প্রতিটা কেন্দ্রের সামনে তাদের লোকজন টাকা দিয়ে ভোট কিনছে। এখানে ভোট সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই।
এদিকে নারায়ণগঞ্জ-১ নির্বাচনী আসনে ভোট দিতে পারেননি তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। রোববার (৭ জানুয়ারি) সকালে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে তার নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রে এসে পর্যবেক্ষণ করে ভোট না দিয়ে চলে যান তিনি।
জানা যায়, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সদর ইউনিয়নের ভোটার হওয়ায় তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) তার নির্বাচনী আসনে ভোট দিতে পারেননি।
মন্তব্য করুন