ভারতীয় অভিনেতা রনিত রায়। কেডি পাঠক নামেই বেশি পরিচিতি তিনি। সম্প্রতি দামি একটি ফ্ল্যাট কিনে আলোচনায় এসেছেন রনিত। নিজ স্ত্রী নীলম রায়ের সঙ্গে যৌথভাবে বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মুম্বাইয়ের ভারসোভাতে ৪,২৫৮ বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন রনিত। তাতে আছে গাড়ি পাকিংয়ের অভিনব ব্যবস্থা। ফ্ল্যাটটির দাম পড়েছে ১৮.৯৪ কোটি রুপি। ফ্ল্যাটের স্ট্যাম্প ডিউটি করতে খরচ হয়েছে ১.১৩ কোটি রুপি এবং রেজিস্ট্রেশনে ৩০ হাজার রুপি। তবে নতুন এই ফ্ল্যাটে তারা কবে উঠবেন, তা এখনো স্পষ্ট নয়।
শুধু রনিত না, তার আগেও বেশ কজন বলিউড তারকা বাসস্থান কিনেছেন মুম্বাইয়ে। তাদের একজন হলেন গীতিকার জাভেদ আখতার। এ ছাড়াও সেখানে ফ্ল্যাট কিনেছেন অভিনেতা আমির খান। অমিতাভ বচ্চনও দুটি ফ্ল্যাট কিনেছেন মুম্বাইয়ে। তবে তাদের সবাইকে ছাপিয়ে গেছেন শহীদ কাপুর ও মীরা রাজপুত। ওরলি সমুদ্র সৈকতমুখী এক বিরাট অ্যাপার্টমেন্ট কিনেছেন তারা।
মন্তব্য করুন