বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবার এক বিশেষ সফরে যাচ্ছেন জম্মু ও কাশ্মীরে। তিনি সেখানে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুচেতগড় সীমান্ত পোস্টে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
সফরের অংশ হিসেবে হুমা কুরেশি শুধু ভারতীয় জওয়ানদের সঙ্গে কথোপকথনেই সীমাবদ্ধ থাকছেন না, বরং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটাবেন এবং অংশ নেবেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জম্মু ও কাশ্মীরের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হবে সেই অনুষ্ঠানে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুরেশি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, হুমার ইচ্ছা ছিল এমন মানুষদের সঙ্গে সময় কাটানো, যারা সবসময় আমাদের রক্ষা করে চলেছেন। সেইসঙ্গে তিনি চেয়েছেন কাশ্মীরিদের আতিথেয়তা ও সৌহার্দ্য তুলে ধরতে, যা অনেক সময়েই প্রচারের আলোয় আসে না।
এই সফরের মাধ্যমে হুমা কুরেশি কেবল সীমান্তে নিযুক্ত সৈনিকদের পাশে দাঁড়াচ্ছেন না, বরং জম্মু ও কাশ্মীরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবেও তুলে ধরতে চাইছেন। সূত্রের খবর, তিনি অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্যও ঘুরে দেখবেন এবং সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে পর্যটনকে উৎসাহিত করতে চান। তার মতে, কাশ্মীর কেবল একটি কৌশলগত অঞ্চল নয়, বরং একটি সাংস্কৃতিক ও প্রাকৃতিক রত্ন, যা আরও বেশি মানুষকে জানানো উচিত।
এদিকে অভিনয়ে সরব হুমা কুরেশিকে সামনে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মালিক’ ছবিতে, এবং ‘জলি এলএলবি ৩’-এ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির সঙ্গে। এ ছাড়া যশের অভিনীত আসন্ন সিনেমা টিক্সিকেও দেখা যাবে তাকে। তার হাতে আছে রয়েছে ‘পূজা মেরি জান’ এবং জনপ্রিয় রাজনৈতিক ওয়েব সিরিজ ‘মহারানী’-র নতুন সিজনের কাজও।
সীমান্তে দাঁড়িয়ে এই সফরের মাধ্যমে হুমা কুরেশি যেমন সাহসীদের প্রতি সম্মান জানাচ্ছেন, তেমনই শিল্পীদের সামাজিক দায়বদ্ধতার উদাহরণও স্থাপন করছেন।
মন্তব্য করুন