সংগীতশিল্পী অরিজিৎ সিং। গানে গানে বিশ্বজয় করে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। করবেন চলচ্চিত্র পরিচালনা। খবর : ইন্ডিয়া টুডে
সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের শেষের দিকে পরিচালকের আসনে বসছেন অরিজিৎ। তার প্রথম চলচ্চিত্রটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার। এটির প্রযোজনায় থাকছেন প্রযোজক মহাবীর জৈন, যিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনী অবলম্বনে একটি বায়োপিকের কাজ করছেন।
এদিকে অনেক দিন ধরেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখছিলেন অরিজিৎ। চুপিসারে তিনি একটি চিত্রনাট্য লিখছিলেন, যা অবশেষে চূড়ান্ত করেছেন। আগামী এক মাসের মধ্যেই শুরু হবে কাস্টিং, যেখানে জাতীয় পর্যায়ে পরিচিত তারকারা থাকবেন।
‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ঘরানার এই ছবিটি তৈরি হচ্ছে প্যান-ইন্ডিয়ান দর্শকদের কথা মাথায় রেখে। তবে সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।
মন্তব্য করুন