কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনটি এ বছর ঢাকার একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এ বছরের উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

এ বছর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ উৎসবটির অফিসিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন এখানে বেলা ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫টায় ৪টি করে প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ও প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

শনিবার প্রদর্শনী শুরুর আগে স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া আনুষ্ঠানিকভাবে স্টামফোর্ডে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মতিন রহমান, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী, ডিরেক্টর ফিন্যান্স মো. মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উৎসবের প্রথম দিনে ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ দিনের প্রদর্শনীর তালিকায় রয়েছে আবখাজিয়া/রাশিয়ার Three Weddings and One Escape, অস্ট্রিয়া/ইরানের Scarecrow, কসোভোর Odyssey of Joy এবং নেদারল্যান্ডস-বেলজিয়াম-জার্মানি যৌথ প্রযোজনার চলচ্চিত্র Fabula।

স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উৎসবের দ্বিতীয় দিন রোববার (১১ জানুয়ারি) ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ দিনের প্রদর্শনীর তালিকায় রয়েছে ভারত/পাপুয়া নিউগিনির Papa Buka, রাশিয়ার Pismo (The Letter), চীনের Hao Hao Shuo Zai Jian (The Shore of Life) এবং ইরানের Baq e Moz (The Banana Garden)|।

রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৭৭ সাল থেকে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করে আসছে। দীর্ঘদিন ধরে এই উৎসব বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উৎসবে এশিয়ান কম্পিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানোরামা, উইমেন ফিল্মমেকারস, স্পিরিচুয়াল ফিল্মস, চিলড্রেনস ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, রেট্রোস্পেকটিভ ও স্পেশাল স্ক্রিনিং-এই নয়টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X