

দীর্ঘদিন ধরেই সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। যদিও কেউই নিজেদের সম্পর্ক স্বীকার বা অস্বীকার করেননি। তবে সাম্প্রতিক সময়ে সামান্থা রাজের সঙ্গে কাটানো বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যেখানে দুজনকে একসঙ্গে ছবি তুলতে দেখা গেছে। খবর : বলিউড হাঙ্গামা
নিজের পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্ট হাতে সামান্থা। ছবি : সংগৃহীত
সামান্থা তার পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে তিনি অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে রয়েছেন, যেখানে রাজ পেছনে দাঁড়িয়ে ছিলেন। ছবির একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও দেখা গেছে।
সামান্থার এই অনুষ্ঠানে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত
ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা আমি। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি নিয়েছি, নিজের ওপর বিশ্বাস রেখেছি, আর চলার পথে শিখেছি। আজ আমি ছোট ছোট জয়গুলো উদযাপন করছি।’
সামান্থা ও রাজ একসঙ্গে। ছবি : সংগৃহীত
তিনি আরও লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ, কারণ আমি এমন কিছু মেধাবী, পরিশ্রমী ও আন্তরিক মানুষের সঙ্গে কাজ করছি, যাদের আমি চিনি। গভীর বিশ্বাস নিয়ে বলতে পারি—এটা কেবল শুরু।’
সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন দ্য ফ্যামিলি ম্যান ২ ও সিটাডেল: হানি বানিতে। এই ছবি প্রকাশের পর তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে।
অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
বর্তমানে সামান্থা রাজ ও ডিকের সঙ্গে কাজ করছেন নতুন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম-এ। এতে আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত।
অন্যদিকে, রাজ ও ডিকের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান–এর তৃতীয় সিজন মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। মনোজ বাজপেয়ী, জয়দীপ আহলাওয়াতসহ আরও অনেকেই থাকছেন এতে। শুক্রবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ট্রেলার উন্মোচন করা হয়েছে।
মন্তব্য করুন