

কিছুদিন আগেই নিজের ছবি বিভিন্ন অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দিল্লি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল সেই জল। নিজের সম্মান ও ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বরাবরই সচেতন এই সাবেক বিশ্বসুন্দরী। এবার মেয়ে আরাধ্য বচ্চনের সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি। সাফ জানিয়ে দিলেন, ইন্টারনেটে আরাধ্যার নামে যেসব অ্যাকাউন্ট দেখা যায়, তার সবই ভুয়া।
সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে মেয়েকে নিয়ে চলা গুঞ্জন ও ভুয়া প্রোফাইল নিয়ে বিরক্তি প্রকাশ করেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল রয়েছে, তা একেবারেই ভুয়া।’
ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান রেখেই তিনি সতর্ক করে বলেন, ‘আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভীষণই ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর। কিন্তু যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্য কোনো সোশ্যাল মিডিয়ায় নেই।’
মেয়ের প্রসঙ্গ ছাড়াও এদিন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব ও আসক্তি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দিনের একটা নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন। নিজেকে সময় দেওয়ার চেষ্টাও করুন।’
সোশ্যাল মিডিয়াসর্বস্ব জীবনযাপনের সমালোচনা করে ঐশ্বরিয়া আরও বলেন, ‘জীবনকে সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক করে তুললে তা খুবই সমস্যার। এটা থেকে যত বিরত থাকবেন, জানবেন আখেরে নিজেরই লাভ। তাতে ভালো থাকবেন।’
মন্তব্য করুন