নিয়মিত ধর্মীয় বই পড়াশোনা করেন বলে জানিয়েছেন ঢালিউড সিনেমার বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা। বর্তমানে শারীরিক অসুস্থতার জেরে প্রায়ই বাসা-হাসপাতাল আসা-যাওয়ার মধ্যে থাকতে হয় তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলার সময় এসব কথা জানান কিংবদন্তি এ অভিনেতা।
সোহেল রানা বলেন, ‘বর্তমানে প্রতিদিনই একটা না একটা অসুস্থতা লেগেই আছে। এরপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি কথা বলতে পারছি, আপনাদের সামনে আসতে পারছি। সবার সঙ্গে মেলামেশা করতে পারছি।'
নিজের দিনযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমি ধর্মের বই পড়াশোনা করি। তবে আগের চেয়ে একটু বেশিই পড়াশোনা করি। নামাজ পড়ার ক্ষেত্রে আগে যেমন ঈদের নামাজগুলো পড়তাম কিংবা সময় সুযোগ পেলে হয়তো নামাজ পড়তাম। এখন মোটামুটি সব ওয়াক্তের নামাজ পড়ি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগে রোজা রাখা হতো, কিন্তু এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না। প্রতিদিন আমাকে ১৪টি ওষুধ খেতে হয়।’
হজ পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অসুস্থ হওয়ার পরে হজে গিয়েছিলাম। প্রায় ২৫ বছর আগে আল্লাহতায়ালা আমাকে হজ করার ভাগ্য দিয়েছিলেন।’
মন্তব্য করুন