বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

সঞ্জয় মিশ্র। ছবি : সংগৃহীত
সঞ্জয় মিশ্র। ছবি : সংগৃহীত

পর্দার সামনে তাদের চকচকে জীবন দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু সেই জৌলুসের আড়ালে লুকিয়ে থাকে এক-একটি কঠিন সংগ্রামের গল্প। শূন্য থেকে শিখরে ওঠার তেমনই এক অবিশ্বাস্য গল্পের নায়ক বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র। আজ যাকে দর্শক একজন শক্তিশালী ও সফল অভিনেতা হিসেবে চেনেন, একসময় পেটের তাগিদে তাকেই ধুতে হয়েছে হোটেলের বাসন, বিক্রি করতে হয়েছে রাস্তার ধারে অমলেট।

হতাশা, ঋষিকেশ ও ১৫০ টাকার সংগ্রাম কক্যারিয়ারের একপর্যায়ে ভয়াবহ সংকটে পড়েন সঞ্জয় মিশ্র। অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে মুম্বাই ছেড়ে চলে যান ঋষিকেশে। সেখানে জীবন চালাতে রাস্তার ধারে অমলেট বানাতেন। কখনো কখনো হোটেলে থালা-বাসন ধুয়ে রোজগার করেছেন। জানা যায়, তখন ৫০টি কাপ ধোয়ার বিনিময়ে তিনি পেতেন মাত্র ১৫০ রুপি। এই চরম আর্থিক কষ্টের মধ্যেই তার জীবনে নেমে আসে বাবার মৃত্যুর শোক। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সেই গভীর অন্ধকারে প্রায় হার মানতে বসেছিলেন এই অভিনেতা।

রোহিত শেঠির হাত ধরে ঘুরে দাঁড়ানো ভাগ্য সুপ্রসন্ন হতে সময় নেয়নি। জীবনের ঠিক সেই ক্রান্তিলগ্নেই পরিচালক রোহিত শেঠির কাছ থেকে ডাক আসে ‘অল দ্য বেস্ট’ ছবির জন্য। চরিত্রটি ছোট হলেও, এটিই সঞ্জয় মিশ্রর মনে অভিনয়ের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

২০০ ছবির মাইলফলক ও আকাশছোঁয়া সাফল্য ধীরে ধীরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সঞ্জয়। ক্যারিয়ারে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘আঁখো দেখি’, ‘মাসান’, ‘কামিয়াব’, ‘ভাধ’ কিংবা ‘কাদভি হাওয়া’র মতো সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আবার ‘ভুল ভুলাইয়া ২’, ‘সন অফ সর্দার’-এর মতো বাণিজ্যিক ছবিতেও তিনি দর্শকদের হাসিয়েছেন।

আজ তিনি কোটিপতি সংগ্রাম পেরিয়ে আজ সঞ্জয় মিশ্র শুধুই সফল অভিনেতা নন, তিনি একজন কোটিপতি তারকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪৯ কোটি রুপি।

সম্প্রতি তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকা মাধ দ্বীপে ৪.৯৫ কোটি রুপিতে একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাটের জন্য তিনি প্রায় ২৮.৫ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। এখন তার প্রতিবেশীদের তালিকায় রয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান ও আয়ুষ্মান খুরানার মতো তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

আর্জেন্টিনায় ভূপৃষ্টের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

সৌদি আরব, আমিরাতে শ্রমিক ভিসায় যাওয়া নিয়ে সুখবর

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের পাশের রাজ্য

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

১০

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

১১

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

১২

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

১৩

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

১৪

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

১৫

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৬

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

১৭

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

১৮

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

১৯

মোজা পরেও পা ঠান্ডা? মারাত্মক কোনো রোগের ইঙ্গিত নাতো

২০
X