বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল শিরিন শিলার বরের পরিচয়

জানা গেল শিরিন শিলার বরের পরিচয়
জানা গেল শিরিন শিলার বরের পরিচয়

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।

শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে শিরিন শিলা কালবেলাকে বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

সাজিলের সঙ্গে পরিচয়ের বিষয়ে নায়িকা বলেন, একটা মজার স্মৃতি আছে। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। পরিচয়ের ঠিক ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিলো। সাজিল খুব ভালো মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলার স্বামী ভৈরবের ছেলে। থাকেন ঢাকার খিলগাঁওয়ে। নায়িকার বাস করেন আফতাব নগর। বিয়ের একদিনের মাথায় নিজ নিজ বাসায় ফিরেছেন এই নতুন দম্পতি। হানিমুনের প্রশ্নে শিলা জানান, এখনো সিদ্ধান্ত নেননি। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে বড় করে বিয়ের আয়োজন করবেন তারা।

এ বছরের শুরুতেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন শিলা। বলেছিলেন, ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন তিনি। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

অভিনয়ে মুনশিয়ানা দেখিয়েছেন এই নায়িকা। তবে ফ্যাশনেও কম যান না তিনি। ব্যক্তিজীবনে বেশ শৌখিন শিলা। কালবেলার তারাবেলা অনুষ্ঠানে হাজির হয়ে এই নায়িকা জানিয়েছিলেন, তার গাউন আছে ৩৫ থেকে ৪০টি। শাড়ি আছে প্রায় একশর বেশি। ৭০টির ওপরে আছে জিন্স প্যান্ট। তার সবচেয়ে বেশি শখ জুতায়। দেড়শ জোড়ার ওপরে জুতা রয়েছে তার।

এত বিলাসী জীবন কাটানোরা পরও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা ভোলেন না শিলা। মাঝেমধ্যেই খাবার ও সহায়তা নিয়ে ছুটে যান পথে। সেখানে পথচারীদের পাশে দাঁড়ান এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-৩ আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

মাগুরা-১ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ভক্তদের জন্য বিশেষ পরিকল্পনা করছেন ‘কানতারা’ অভিনেতা 

সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

ড. ইউনূসকে মার্কিন ৫ আইনপ্রণেতার চিঠি, যেসব বিষয়ে আহ্বান

তারেক রহমানের ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ ১০ প্রশ্নের উত্তর জানালেন মাহদী

‘দৃশ্যম-৩’ থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় খান্না

রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার, থাকবেন রেলপথসচিব

তিনশবার কুপিয়ে হত্যা, সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

১০

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

১১

সিনেমার কায়দায় যাত্রীর প্রাণ বাঁচালেন স্টেশন মাস্টার

১২

কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি

১৩

স্কুটি চালিয়ে শপিংমলে, অতঃপর...

১৪

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

১৫

যে কারণে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

১৬

ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ

১৭

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০২৫ নিয়ে অংশীজনদের পরামর্শ গ্রহণের আহ্বান

১৮

রাতের ১১ কুসংস্কার, আপনিও বিশ্বাস করেন?

১৯

ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখলে ক্ষতি হবে না

২০
X