সমুদ্রের পাড়ে দারুণ সময় উপভোগ করছেন ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
অস্ট্রেলিয়ার লাইট হাউস সমুদ্রসৈকতে নো মেকআপ লুকে ধরা দিলেন তিনি। সম্প্রতি বোনদের সঙ্গে সময় কাটাতে ও অবকাশযাপনে অস্ট্রেলিয়ায় পৌঁছেন ববি।
সেখানকার মনোরম সব লোকেশনে দারুণ সব ছবি ও ভিডিও পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন বিজলি খ্যাত নায়িকা।
শুক্রবার (১১ জুলাই ) ববি কালবেলাকে বলেন, অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে খুব ভালো লাগছে। সমুদ্র এমনিতেই আমার ভালো লাগে। সমুদ্রের মাঝে আমি প্রশান্তি খুঁজে পাই সব সময়। নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হতে হবে। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের অফারও পেয়েছি। আরও কিছু দিন অস্ট্রেলিয়ায় থেকে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে চাই।
অস্ট্রেলিয়ায় ববির পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। তিনিও সেখানে স্থায়ী হতে চান কিনা এমন প্রশ্নে ববি বলেন, পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনোই ইচ্ছা হয়নি দেশে ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।
মন্তব্য করুন