ঈদে প্রচার হবে মিম মানতাশা অভিনীত শিশুতোষ সিনেমা ‘পরী’। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। দুই পথশিশুর জীবনের গল্পের ওপর ভিত্তি করে এগিয়েছে এ সিনেমার কাহিনি।
সংবাদমাধ্যমকে মিম মানতাশা বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমি এতে অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। গল্প ও চরিত্র মিলে সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
এ সিনেমায় আরও অভিনয় করেছেন আমান রেজা, ওমর সানী, দিলারা জামান, লারা লোটাস, আবু হোরায়রা তানভীর, মোমেনা চৌধুরী, নাহিদ সুলতানা লেমন ও নবাগত নওরীন। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই-এ দেখা যাবে ছবিটি।
এবারের ঈদে এই সিনেমা ছাড়াও ‘তোমার চোখে আমার বসত’ নামে একটি নাটকে অভিনয় করেছেন মিম মানতাশা। এতে অন্ধ এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। মিম আরও বলেন, ‘নাটকে কাজ কম করছি। ওটিটি প্ল্যাটফর্মে মনোযোগী হতে চাই। আশা করছি, ওটিটিতে ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসব।’
মন্তব্য করুন