তানজিন তিশাকে ব্যক্তিগতভাবে চেনেন না জায়েদ খান। অভিনেত্রীর সঙ্গে পরিচয়ও নেই ঢাকাই সিনেমার এই নায়কের। সম্প্রতি সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন এই অভিনেতা।
সাংবাদিকদের প্রশ্ন শুনে তাকে উড়িয়ে দেওয়ার হুমকি, তারপর ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে তা মুছে ফেলা, পরে ডিবি অফিসে গিয়ে নালিশ করা— এসব করে বিতর্কের তুঙ্গে রয়েছেন তানজিন তিশা। এসব বিষয়ে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন বিনোদন সাংবাদিকরা।
এসব ঘটনার প্রতিক্রিয়ায় জায়েদ খান অভিনেত্রী তিশার বিষয়ে বলেন, আমি মনে করি হয়তোবা বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। এদের কে বুদ্ধি দেয় জানি না। এরা আসলে বোকা, ইমম্যাচিউরড। আমি সবসময় বলি, যুগে যুগে নায়ক-নায়িকাদের পাশে ছিল এই বিনোদন সাংবাদিকরাই। আমার সঙ্গে অনেকের ঝামেলা হয়েছিল, কিন্তু আমি সেসব কখনো বড় ইস্যু করিনি। সিনিয়র সাংবাদিকরা ছিলেন, তাদের সঙ্গে কথা বলে এটা সমাধান করা উচিত। বাহিনীর দ্বারস্থ হওয়া, পুলিশের কাছে যাওয়া- এসব আসলে ঠিক নয়। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়।
চিত্রনায়ক আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা একবার মুখ ফিরিয়ে নিলে, সেই তারকার উঠে দাঁড়ানো খুব কষ্টকর। যে ঘটনাটা ঘটেছে, সেটা সাংবাদিকদের বিভিন্ন সংগঠন রয়েছে। সেখানে বসে সবার সঙ্গে কথা বললে বিষয়টি সমাধান হয়ে যেত।
মন্তব্য করুন