রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জীবনের প্রথম প্রেম পীড়া দেয়’

জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত
জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত

সবার জীবনে একটা প্রথম প্রেম থাকে যা আমার জীবনেও ছিল বলে জানান ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে বর্তমানে তিনি কাবিলা নামে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। যদিও তার নিজস্ব নামে খুব কম মানুষই চেনেন। এ অভিনেতা কালবেলাকে এক সাক্ষাৎকারে নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা জানিয়েছেন। যেখানে ওঠে এসেছে পরিবার থেকে শুরু করে নিজের জীবনের আদ্যপ্রান্ত।

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের এ অভিনেতা নিজের জীবনের প্রথম প্রেম এখনো তাকে পীড়া দেয় বলে জানান। তবে যে কারণে নিজের প্রথম প্রেমকে হারিয়েছেন তার থেকে বেশি কিছু পেয়েছেন বলেও জানান তিনি।

জীবনের প্রথম প্রেম দীর্ঘস্থায়ী না হওয়ার কারণও জানন অভিনেতা জিয়াউল হক পলাশ। একই ক্লাশে পড়ায় পরীক্ষা ফেল করার কারণে সে এক ক্লাস উপরে উঠে যায়। তিনি বলেন, এরপর বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যা হয় তাই হয়েছে। কারণ যার সাথে প্রেম সে দেখল এ ছেলে ডিরেক্টর হতে চায়, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নেই, তখন মেয়ে আর তার পরিবার হয়তো ইনসিকিউরিটি ফিল করেছে। পরে আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দেয়। জীবনের প্রথম প্রেমের স্মৃতি অনেক বছর কষ্ট পেয়েছি। এ কষ্ট ভাবতে গেলেও কষ্ট লাগে।

তিনি বলেন, আপনি ব্যর্থ হতেই পারেন, সেটাকে পজেটিভলি নিয়ে জেদটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে গেলে সেটি আপনার জীবনের সুফল বয়ে আনবে। সিদ্ধান্ত নিতে হবে, যা হওয়ার জন্য জীবনে এতকিছু হারাতে হয়েছে আমি তাই হবো। আমিও তার জন্য (সফল হতে) দিন রাত ২৪ ঘণ্টা সব এক করে চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমার বাবার খুব ইচ্ছা ইঞ্জিনিয়ার হই। কারণ বাবাও ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু আমি যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করি তখন স্বাভাভিকভাবে বাবা-মাও চিন্তায় পড়তে হয়। কারণ তাদের একটাই ছেলে আমি। আমার একটা বোনও আছে, সে জন্য বাবার মনেও টেনশন ছিল। সবকিছু মাথায় রেখে কাজটাকে ডেডিকেটেডলি করতে হবে। আমি যখন কাজ শুরু করি, দিন রাত এক করে কাজ করেছি। পুরো অনার্স লাইফে ভার্সিটির পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে এখান থেকে পেছেনে ফিরে যাওয়ার পথ নেই। কাজটা যেহেতু শুরু করেছি ভালোভাবে শেষ করতে হবে।

পলাশ বলেন, প্রতিটি মানুষের সফল হওয়ার পেছনে একটা স্ট্রাগল থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিকশাচালক সবারই থাকে। যা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জানি না কতটুকু হতে পেরেছি তবে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পরিচালক থেকে অভিনেতা হয়ে ওঠার গল্প জানাতে গিয়ে বলেন, অভিনেতা হয়ে ওঠা আমার হাতে ছিল না। হঠাৎ করে হয়েছে। মানুষ আমার চরিত্রকে ভালোবেসেছে, মানুষ এটা নিয়ে কথা বলে আনন্দিত হয়ছে। আবার আবেগের কোনো দৃশ্য দেখলে কেঁদে উঠেছে। এটাই আমার কাছে ভালো লাগে।

আগামী দিনের দর্শকদের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, সামনে যখন আরও কাজ করব তখন আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব। কারণ এ চেষ্টা প্রতিনিয়তই থাকতে হবে। তবে জীবনে যে যাই কিছু করুক না কেন বাবা-মায়ের দোয়া নিতে হবে। তাদের দোয়া যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার কেউ আটকে রাখতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন ফোনলাপ ফাঁস হওয়া সেই এনসিপি নেতা

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১০

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

১১

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১২

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৩

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

১৪

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

১৫

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

১৬

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

১৭

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

১৮

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১৯

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

২০
X