কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে প্রচারিত হচ্ছে ‘সবুজের আহ্বান’

স্বাধীনতা দিবসে প্রচারিত হচ্ছে ‘সবুজের আহ্বান’। ছবি : সংগৃহীত
স্বাধীনতা দিবসে প্রচারিত হচ্ছে ‘সবুজের আহ্বান’। ছবি : সংগৃহীত

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের প্রতীক। এই বিশেষ দিনে মুক্তি পাচ্ছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং ‘সবুজের আহ্বান’ যা স্বাধীনতার চেতনার সঙ্গে পরিবেশ রক্ষার আহ্বানকে একসূত্রে গেঁথেছে। গানটির ভিডিওচিত্র প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। এর পাশাপাশি গানটি পাওয়া যাবে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

সবুজের আহ্বান গানটির কথা লিখেছেন খন্দকার হাসনাত করিম পিন্টু। সুর ও সংগীত তানভীর তরী। সহকারী সুর ও সংগীত শাফরিনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানভীর তরী, মইন খান, নউশিন শারমিলি, কেয়া সুহি, জিয়াউল হক ভূঁইয়া ও শাফরিনা। গানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু।

স্বাধীনতার জন্য লড়াই ছিল আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, তেমনি প্রকৃতির সুরক্ষা আজকের প্রজন্মের জন্য এক নতুন সংগ্রাম। প্রকৃতির প্রতি ভালোবাসা আর সবুজের জয়গান তুলে ধরে এ গান স্মরণ করিয়ে দেয়, মুক্ত আকাশ, বাতাস, নদী, ফুল আর পাখির কলতানও আমাদের স্বাধীন জীবনের অংশ।

প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং-এ ফুটে উঠেছে— ফুলের সুবাস, পাখির কাকলি, নদীর কলতান আর বাংলার লোকসংগীতের হারানো ঐতিহ্যের কথা। গানটি মনে করিয়ে দেয়, প্রকৃতি কেবল দেখার জিনিস নয়, জীবন ও ভালোবাসার অনন্য উৎস।

সবুজের আহ্বান থিম সং-এর পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘ধ্বংস আর দূষণের অন্ধকারে দাঁড়িয়ে, সবুজের আহ্বান এক সাহসী উচ্চারণ— দখল নয়, সংরক্ষণ; নীরবতা নয়, প্রতিবাদ; বিচ্ছিন্নতা নয়, সম্মিলিত সবুজ জীবনের গান। এমন একটি সুর যা মানুষকে জাগিয়ে তোলে, পরিবেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়, আর বাংলা সংস্কৃতিকে গর্বের সঙ্গে ধারণ করে।’

তানভীর তরী বলেন, ‘যেখানে সুরে মিশে যায় প্রকৃতির স্পর্শ, যেখানে গানে উঠে আসে সবুজের কথা— সেখানেই জন্ম ‘সবুজের আহ্বান’-এর। এ গান শুধুই একটি থিম সং নয়, এ যেন এক প্রাণের অনুভূতি, একটি আলোড়ন, প্রকৃতির কাছে যাওয়ার আহ্বান। তাই গানের সুরে বলি, এসো গাঁই প্রকৃতির গান, এসো গাঁই জীবনের গান।’

শাফরিনা বলেন, ‘সবুজ সুরে রাঙাই জীবন স্লোগান হয়ে উঠেছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের প্রাণ। এই গান সকলকে আহ্বান জানায়, একসাথে গাইতে, একসাথে প্রকৃতিকে ভালোবাসতে।’

একনজরে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব :

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে বুকে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমুখী উদ্যোগ নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় ফাউন্ডেশনের গবেষণাভিত্তিক টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’, যা বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে বিরাট ভূমিকা রাখছে। এর ধারাবাহিকতায়, সংগীতের মাধ্যমে পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ‘সবুজ সুরে রাঙাই জীবন’ স্লোগানে ২০২৪ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় ‘পিওজে মিউজিক ক্লাব’।

এ সংগঠনের লক্ষ্য হলো সংগীতানুষ্ঠান, প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সংস্কৃতিচর্চা ও পরিবেশবিষয়ক গণসচেতনতা সৃষ্টি করা। এছাড়াও আর্ত-মানবতার সেবায় বিভিন্ন চ্যারিটি শো আয়োজন ও তহবিল গঠন করাও ক্লাবের অন্যতম লক্ষ্য। সংগীতপ্রিয় সমমনা মানুষদের নিয়ে সুস্থ সংস্কৃতিচর্চার একটি মঞ্চ হিসেবে পিওজে মিউজিক ক্লাব কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

গুম-নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের সুখরঞ্জন বালির

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে

৪ সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, বজ্রবৃষ্টি পূর্বাভাস

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

১০

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১১

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১২

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

১৩

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

১৪

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

১৫

এবার কোথায় বসবেন তারা

১৬

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

১৭

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১৮

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

১৯

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

২০
X