পাক-ভারত যুদ্ধের মধ্যেই যেন আরেক যুদ্ধ লেগেছে দেশীয় শোবিজে। জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এই অভিনেতার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।
অন্যদিকে অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা শামীমের বিরুদ্ধে হাত তুলতে যাওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন। এরই মধ্যে গুঞ্জন চাউর হয় স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঘর ছেড়েছেন শামীমের স্ত্রী আফসানা আক্তার।
মূলত প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করার সময় শামীম সাবেক প্রেমিকা অভিনেত্রী অহনা রহমান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে জড়িয়ে নানা মন্তব্য করেন। এই নিয়েই নাকি পারিবারিক অশান্তির শুরু। শোবিজে শামীমের স্ত্রীর ঘর ছাড়া গুঞ্জন এখন মুখে মুখে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।
শামীম হাসান সরকার কালবেলাকে বলেন, আমার স্ত্রী আমার পাশেই রয়েছে। কারা এধরনের গুঞ্জন ছড়াচ্ছে জানি না। তবে পারিবারিক বিষয় নিয়ে এমন তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। আমি যদি কারও সঙ্গে অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হোক। এটা নিয়ে আমার কোনোই আপত্তি নাই।
মন্তব্য করুন