বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সবকিছুই থামিয়ে দিয়ে গেলেন পিয়াল

অড সিগনেচার ব্যান্ডের প্রায়ত ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। ছবি : সংগৃহীত
অড সিগনেচার ব্যান্ডের প্রায়ত ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। ছবি : সংগৃহীত

ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। তার মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও এই ব্যান্ডের নাম হয়তো দেশের গুটিকয়েক ব্যান্ড শ্রোতা জানতেন। কিন্তু পিয়ালের মৃত্যুর পর অড সিগনেচার যেন ব্যাপক পরিচিত পেল সবার মাঝে। খুঁজতে শুরু করল তাদের জনপ্রিয় সব গান। যার মধ্য থেকে একটি গান যেন এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সবার মুখে মুখে।

তবে তার এমন অকাল মৃত্যুতে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যান্ড সদস্যদের স্টেজে ফিরতে ঠিক কতদিন লাগবে তা কাররই জানা নেই। তাইতো তার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।

আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।

গতকাল শনিবার সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।

আহত সদস্যদের বর্তমান অবস্থা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেইজ গিটারিস্ট তাহমিদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি আল্লাহর কৃপায় শারীরিকভাবে সুস্থ আছি। আমি ভাগ্যবশত ওই শোতে এটেন্ড করার কথা ছিল না। তাহমিদ (বেইজ গিটারিস্ট) পরীক্ষার জন্য ওই গাড়িতে না উঠে পরে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাই সেও ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।’ ব্যান্ডের সদস্যের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রাকিব আরও লিখেছেন, ‘বাকিদের অবস্থা যদি বলি, আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেরে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হালকা ব্যথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাবের (কি-বোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতের কবজি মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।’

এ ছাড়া ব্যান্ডের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য কালবেলাকে জানান, ‘আমাদের সবার শারীরিক অবস্থা হয়তো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তবে মানসিক অবস্থা কবে ঠিক হবে আমাদের জানা নেই। তাই আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কারণ পিয়াল শুধু ব্যান্ড মেম্বার ছিলেন না, ছিলেন আমাদের ভাই। এই শোক আমাদের আজীবনের। সবাই সুস্থ হওয়ার পর। পিয়ালের পরিবারের সঙ্গে আমরা কথা বলব। ওর জন্য অবশ্যই আমরা কিছু করব।’

২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার। ২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

বড় ধাক্কার সামনে লিভারপুল

মেটা কি ফোনের মাইক্রোফোন দিয়ে আপনার কথা শোনে? যা বলছেন ইনস্টাগ্রাম প্রধান

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

১০

অফসাইড-হ্যান্ডবলের বিতর্ক মেটাতে আসছে বিশ্বকাপ বল ‘ট্রায়োন্ডা’

১১

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

১২

ভেনেজুয়েলার উপকূলের পাঁচটি মার্কিন যুদ্ধবিমান

১৩

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

১৪

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

১৫

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৬

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

১৭

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

১৮

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

১৯

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

২০
X