বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সবকিছুই থামিয়ে দিয়ে গেলেন পিয়াল

অড সিগনেচার ব্যান্ডের প্রায়ত ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। ছবি : সংগৃহীত
অড সিগনেচার ব্যান্ডের প্রায়ত ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। ছবি : সংগৃহীত

ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহসান পিয়াল। তার মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও এই ব্যান্ডের নাম হয়তো দেশের গুটিকয়েক ব্যান্ড শ্রোতা জানতেন। কিন্তু পিয়ালের মৃত্যুর পর অড সিগনেচার যেন ব্যাপক পরিচিত পেল সবার মাঝে। খুঁজতে শুরু করল তাদের জনপ্রিয় সব গান। যার মধ্য থেকে একটি গান যেন এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সবার মুখে মুখে।

তবে তার এমন অকাল মৃত্যুতে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যান্ড সদস্যদের স্টেজে ফিরতে ঠিক কতদিন লাগবে তা কাররই জানা নেই। তাইতো তার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।

আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।

গতকাল শনিবার সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।

আহত সদস্যদের বর্তমান অবস্থা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেইজ গিটারিস্ট তাহমিদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি আল্লাহর কৃপায় শারীরিকভাবে সুস্থ আছি। আমি ভাগ্যবশত ওই শোতে এটেন্ড করার কথা ছিল না। তাহমিদ (বেইজ গিটারিস্ট) পরীক্ষার জন্য ওই গাড়িতে না উঠে পরে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাই সেও ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।’ ব্যান্ডের সদস্যের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রাকিব আরও লিখেছেন, ‘বাকিদের অবস্থা যদি বলি, আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেরে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হালকা ব্যথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাবের (কি-বোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতের কবজি মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।’

এ ছাড়া ব্যান্ডের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য কালবেলাকে জানান, ‘আমাদের সবার শারীরিক অবস্থা হয়তো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তবে মানসিক অবস্থা কবে ঠিক হবে আমাদের জানা নেই। তাই আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কারণ পিয়াল শুধু ব্যান্ড মেম্বার ছিলেন না, ছিলেন আমাদের ভাই। এই শোক আমাদের আজীবনের। সবাই সুস্থ হওয়ার পর। পিয়ালের পরিবারের সঙ্গে আমরা কথা বলব। ওর জন্য অবশ্যই আমরা কিছু করব।’

২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার। ২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে আরও একটি সেশন বাংলাদেশের

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

১০

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

১১

বিপিএলে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার!

১২

৩ হাজার টাকার রঙিন মাছে সাগর এখন লাখপতি

১৩

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

১৪

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

১৫

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

১৬

ঢাকার সিনেমায় শয্যাদৃশ্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী

১৭

অ্যাজমার কারণ ও লক্ষণ, কীভাবে ভালো থাকবেন

১৮

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

১৯

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

২০
X