দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১৪ জনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ জন। এদের মধ্যে ২৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
রোববার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৮৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাসপাতাল ছেড়েছে ৬৯১ জন রোগী। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।
মন্তব্য করুন