কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘অর্থ নয়, আত্মতৃপ্তিই চিকিৎসার আসল প্রাপ্তি’

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারনাল মেডিসিন ডে-২০২৫ উপলক্ষে ঢামেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারনাল মেডিসিন ডে-২০২৫ উপলক্ষে ঢামেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

চিকিৎসা পেশার মূল লক্ষ্য হওয়া উচিত আত্মতৃপ্তি, সততা এবং রোগীর প্রতি পূর্ণ দায়িত্ববোধ। অর্থ নয়, আত্মতৃপ্তিই চিকিৎসার আসল প্রাপ্তি বলে মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।

রোববার (০২ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ইন্টারনাল মেডিসিন ডে-২০২৫ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থের পেছনে নয়, সন্তুষ্টির পেছনে ছুটুন; আপনি যদি ভালো চিকিৎসক হন, মানুষ আপনাকে খুঁজে নেবে। টাকা এমন কিছু যা কখনো মানসিক তৃপ্তি দিতে পারে না। দিনের শেষে নিজের কাছে প্রশ্ন করবেন- আমি কি আমার রোগীর জন্য সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর হয় ‘হ্যাঁ’, তাহলে আলহামদুলিল্লাহ- এর চেয়ে বড় প্রাপ্তি নেই।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, বন্ধু বা সহকর্মীরা গাড়ি, বাড়ি বা অর্থের কথা বলবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের নিবেদিত চিকিৎসক হন, অর্থ আপনা আপনিই আপনার পেছনে আসবে। চিকিৎসা কোনো বাণিজ্য নয়- এটা সেবার পেশা।

দেশের প্রেক্ষাপটে বিশেষজ্ঞের ঘাটতি তুলে ধরে অধ্যাপক সিদ্দিকী বলেন, ১৮ কোটি মানুষের জন্য আনুপাতিক হারে বিশেষজ্ঞ তৈরি করা সম্ভব নয়। তাই প্রথমেই দরকার ভালো মানের এমবিবিএস চিকিৎসক। একজন সৎ ও দক্ষ সাধারণ চিকিৎসকও সমাজে বিশাল প্রভাব ফেলতে পারেন। তিনি তরুণ চিকিৎসকদের আহ্বান জানান যেন তারা আত্মোন্নয়ন, মানবিকতা ও পেশাগত সততার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। পেশা সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়- কেউ বলে এতে ভবিষ্যৎ নেই, কেউ বলে কষ্ট বেশি। এসব কথায় কান দেবেন না। আপনি যদি সত্যিকারের ভালো ডাক্তার হন, মানুষ আপনাকে চিনবেই।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অধ্যাপক সাকি মো. জাকিউল আলম এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ঢাকা কলেজ শাখার মেম্বার সেক্রেটারি এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আল-আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক। তার বক্তব্যের বিষয় ছিল ‘রোগী ব্যবস্থাপনা ও মেডিকেল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা’।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের বহুমাত্রিক জ্ঞান ও দক্ষতা রোগীর সার্বিক যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণা, শিক্ষা ও ক্লিনিক্যাল সেবার সমন্বয়ে এই ক্ষেত্রটি দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত খুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

আজ জেলহত্যা দিবস

নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

প্রতিদিন সকালে আমলকী খাওয়ার জাদুকরী গুণ জানলে অবাক হবেন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল

একাধিক জনবল নেবে ব্র্যাক

নদীতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ

রাজধানীতে আজ কোথায় কী

কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : তানভীর হুদা

১০

অফিসার নেবে ওয়ালটন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

সরকারি চাকরিতে বড় নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়  

১৪

নরসিংদী-৫ আসনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তরুণ নেতা রুহেল

১৫

৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১

১৭

ভিউ বাড়াতে রামদা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের

১৮

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল ছিল : আমীর খসরু

১৯

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদনে বিটিসিএ’র উদ্বেগ

২০
X