কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ 

ফল পুনর্মূল্যায়নে প্রাথমিকে উত্তীর্ণ হলেন দ্বিগুণ পরীক্ষার্থী

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল পুনঃমূল্যায়নে উত্তীর্ণ হলেন দ্বিগুণ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল পুনঃমূল্যায়নে উত্তীর্ণ হলেন দ্বিগুণ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলে ত্রুটি ধরা পড়ে এবং রাতেই বুয়েটের একটি কারিগরি টিম ফল পুনঃমূল্যায়ন শুরু করে। সংশোধিত ফলে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। প্রথম প্রকাশিত ফলে উত্তীর্ণ ছিলো ২৩ হাজার ৫৭ জন।

রোববার (২১ এপ্রিল) দিনগত রাতে গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, তৃতীয় ধাপের পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

এর আগে রোববার (২১ এপ্রিল) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয়। এ ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

কিন্তু ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার চারটি কোডের মধ্যে সুরমা ও পদ্মা কোড পাওয়া শিক্ষার্থীরা ফল নিয়ে কোনো অভিযোগ না করলেও মেঘনা ও যমুনা সেট পাওয়া অনেক পরীক্ষার্থী ফল না পাওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে জোর সমালোচনা।

বিষয়টি নিয়ে অন্তত ১০ জন পরীক্ষার্থীর সঙ্গে কথা হয় কালবেলার। তারা জানান, অনেক ভালো পরীক্ষা দিলেও তাদের ফল আসেনি। প্রথমে তারা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে এমন অভিযোগকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।

মোহাম্মদ মিজানুর রহমান নামে এক পরীক্ষার্থী কালবেলাকে বলেন, আমার সেটকোড ছিল মেঘনা। আমার হিসাবমতে, পরীক্ষায় ৭০ নম্বর পাওয়ার কথা। যা পেলে আমি অনায়াসে উত্তীর্ণ হই। কিন্তু আমার ফল আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ কালবেলাকে বলেন, তিন লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছে। তার মধ্যে কেউ উত্তীর্ণ না হলে এর মানে নির্দিষ্ট সেট কোডের কেউই উত্তীর্ণ হয়নি?

তিনি বলেন, অধিদপ্তরের ডিজির (মহাপরিচালক) কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি এই দুই সেট থেকে কয়েক হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন। তাহলে এসব অভিযোগ কেন আসছে? তারপরও আমরা পুনরায় যাচাই করব।

এ বিষয়ে সন্ধ্যায় সংবাদ প্রকাশের পর রাতেই প্রাথমিকের ফল প্রকাশে ত্রুটি ধরা পড়ে এবং বুয়েটের কারিগরি টিম পুনঃমূল্যায়ন কাজ শুরু করে এবং আরও ২৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়কে জুতাপেটা করতে চান মিষ্টি জান্নাত

থানচিতে আগুনে পুড়ল কটেজসহ ১১টি ঘর

২ কেজি ওজনের সিঙ্গাড়া ভেজে ভাইরাল চুয়াডাঙ্গার জসিম

দুই দিনের রিমান্ড শেষে ফের কারাগারে কেএনএফের ১৫ সদস্য

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার 

মেয়রকে মারধর, এমপি মমিনের পিএসসহ ১৯ জনের নামে মামলা

হেলমেটবিহীন তেল দিচ্ছে না দিনাজপুরের পাম্পগুলো

তাপপ্রবাহ আরও দুই দিন, সোমবার দেশজুড়ে বৃষ্টি

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন / মিজান-লাভলু-বাশার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী নদীতে ভাসছিল নিখোঁজ জেলের লাশ

১০

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াতের আমির

১১

‘ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে’

১২

শেখ হাসিনার চিত্ত সর্বদা ভয়শূন্য : ধর্মমন্ত্রী

১৩

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

১৪

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি : আ স ম রব 

১৫

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও রেলের রেয়াতি প্রথা বহালের দাবি

১৬

ইসলামী আন্দোলনের নেতা বেলায়েত হোসেনের ইন্তেকাল

১৭

এক মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব

১৮

আইসিজের কাঠগড়ায় ইসরায়েল, খালাস পেতে যা বলল

১৯

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

২০
X