মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্যাশন ট্রেন্ড আসবে যাবে, কিন্তু যেটা সত্যিকারের ভালো লাগে—সেটা আবার ফিরে আসবেই। ২০২৫ সালের এই গরমে ঠিক এমনটাই হচ্ছে। পুরোনো, ক্ল্যাসিক কিছু কালার কম্বিনেশন আবার ছেলেদের ফ্যাশনে ফিরেছে—এবং এবার আরও বেশি স্টাইলিশভাবে।

এই দুই রঙের কম্বোগুলো সহজ, স্মার্ট আর খুব একটা কষ্ট না করেই যে কোনো আউটফিটকে লেভেল আপ করে ফেলতে পারে।

১. চারকোল ও রাস্ট

চারকোল হলো সফট ব্ল্যাকের মতো—গাঢ় কিন্তু ভারী না। রাস্ট রঙটা একটু উষ্ণ, মাটির মতো—নজর কাড়ে, তবে অতিরিক্ত উজ্জ্বল নয়।

ট্রাই করুন, রাস্ট রঙের টি-শার্টের সাথে চারকোল জ্যাকেট। বা, চারকোল শর্টসের সাথে রাস্ট শার্ট। এই কম্বোটা গ্রীষ্মের জন্য যেমন মানায়, তেমনি শরৎকালেও দারুণ লাগে।

২. নেভি ও ক্যামেল

নেভি আর ক্যামেল—এই দুই রঙ একসঙ্গে এক কথায় ‘ক্ল্যাসিক’। নেভি দেয় একটা পরিষ্কার ও গম্ভীর লুক, আর ক্যামেল আনে উষ্ণতা আর পরিপক্বতা।

ট্রাই করুন—নেভি পোলো শার্টের সাথে ক্যামেল চিনো প্যান্ট, কিংবা ক্যামেল কোট নেভি শার্টের উপর। ক্যাজুয়াল থেকে সেমি-ফর্মাল—সব জায়গাতেই মানিয়ে যায়।

৩. অলিভ গ্রিন ও ব্ল্যাক

যারা একটু এজি লুক পছন্দ করেন, তাদের জন্য। অলিভ গ্রিন মানে ন্যাচারাল, একটু রাফ ভাব আছে। আর ব্ল্যাক তো সবসময়েই স্মার্ট।

ট্রাই করুন— অলিভ জ্যাকেট ব্ল্যাক হুডির ওপর, অথবা ব্ল্যাক জিন্সের সঙ্গে অলিভ টি-শার্ট।

৪. গ্রে ও বারগান্ডি

গ্রে এমন একটা রঙ, যা প্রায় সব কিছুর সাথেই মানায়। আর বারগান্ডি যোগ করে একটু ব্যক্তিত্ব ও স্টাইল।

ট্রাই করুন, গ্রে সোয়েটার বারগান্ডি প্যান্টের সঙ্গে। বা, বারগান্ডি হুডির সাথে গ্রে জগার্স—ক্যাজুয়াল এবং স্মার্ট, দুইভাবেই দারুণ।

৫. হোয়াইট ও বেইজ

যদি আপনি ক্লিন, ফ্রেশ লুক চান—হোয়াইট আর বেইজ আপনার বেস্ট ফ্রেন্ড।

হোয়াইট টি-শার্ট বেইজ চিনোর সঙ্গে, বা বেইজ হুডি হোয়াইট স্নিকারের সঙ্গে। এটা বসন্ত আর গ্রীষ্মের জন্য একদম পারফেক্ট।

৬. ব্রাউন ও লাইট ব্লু

এই কম্বোটা একটু রেট্রো ধাঁচের হলেও এখনো একেবারে মডার্ন ফিল দেয়। ব্রাউন আনে উষ্ণতা, আর লাইট ব্লু রাখে কুল ও হালকা।

ট্রাই করুন হালকা নীল শার্টের সাথে ব্রাউন প্যান্ট, বা হালকা ব্লু টি-শার্টের ওপর ব্রাউন জ্যাকেট।

৭. ডেনিম অন ডেনিম

আগে যেটাকে ‘কানাডিয়ান টাক্সেডো’ বলা হতো, এখন সেটা আবার ট্রেন্ডে।

যেভাবে পরবেন— ডেনিমের দুই শেড মিশিয়ে। যেমন হালকা রঙের ডেনিম শার্টের সাথে গাঢ় ইন্ডিগো জিন্স। একটা নিউট্রাল টি-শার্ট বা একটু বোল্ড স্নিকার্স দিলে লুকটা আরও জমবে।

৮. ব্ল্যাক ও ক্রিম

ব্ল্যাক-হোয়াইট কম্বো অনেক সময় একটু বেশি কনট্রাস্ট হয়ে যায়। সেখানে হোয়াইট-এর বদলে ক্রিম ব্যবহার করলে পুরো লুকটাই সফট আর আধুনিক লাগে।

ট্রাই করুন ব্ল্যাক সোয়েটারের সঙ্গে ক্রিম প্যান্ট বা ব্ল্যাক জিন্সের সঙ্গে ক্রিম হুডি।

৯. কোবাল্ট ব্লু ও হোয়াইট

লাইট ব্লু-নেভি কিংবা অলিভ-বেইজ — অনেকদিনের পরিচিত কম্বো। এখন একটু পুরোনো লাগতে পারে। কিন্তু কোবাল্ট ব্লু আর চকচকে হোয়াইট—২০২৫ সালের জন্য একেবারে পারফেক্ট।

এই কম্বো দেখায় ক্লিন, কনফিডেন্ট আর খুবই ফ্রেশ।

১০. প্যাস্টেল ইয়েলো ও লাইট ব্লু

বেইজ-ব্রাউন ভালো কম্বো হলেও একটু ম্লান লাগে। আর হোয়াইট-গ্রিন এখন আর ততটা স্টাইলিশ মনে হয় না। তার বদলে প্যাস্টেল ইয়েলো টি-শার্টের সঙ্গে লাইট ব্লু জিন্স— সহজ, আর দারুণ চমকপ্রদ।

প্রায় সবার গায়েই মানায় এই রঙ। যে কোনো সময় পরে নিলেই নিজের মধ্যে একটা ফ্রেশ ফিল আসবে।

মনে রাখবেন, স্টাইল শুধু কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ না। নতুন হেয়ারকাট, ফ্রেশ দাড়ি ট্রিম—ছোট ছোট পরিবর্তনেও আত্মবিশ্বাস বাড়ে। আপনি যেমনই হোন, নিজের পছন্দটাই আপনার স্টাইল।

সূত্র : ব্রাইট সাইড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X