আপনি কি কখনো চেয়েছেন, কাউকে দেখেই বুঝে ফেলতে—সে সত্যি কথা বলছে নাকি লুকোচ্ছে কিছু? আত্মবিশ্বাসী নাকি নার্ভাস? এমন কিছু মনোবিজ্ঞানভিত্তিক সহজ কৌশল আছে, যেগুলো চর্চা করলে আপনি প্রথম দেখাতেই কারও আচরণ, অভ্যাস আর মনোভাব সম্পর্কে অনেক কিছু বুঝে নিতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক ৫টি সহজ ও কার্যকরী ট্রিকস—
প্রথম দেখাতেই কাউকে বুঝতে চাইলে খেয়াল করুন তার দাঁড়ানোর ভঙ্গি, হাত-পায়ের মুভমেন্ট, মুখাবয়ব।
- যদি কেউ সোজা হয়ে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে কথা বলে—তাহলে ধরে নিতে পারেন, সে আত্মবিশ্বাসী।
- কেউ যদি কাঁধ ঝুলিয়ে রাখে, বারবার হাত নাড়ায় বা খুব দ্রুত কথা বলে—তাহলে সে হয়তো নার্ভাস বা অস্বস্তিতে রয়েছে।
চোখ কখনো মিথ্যা বলে না।
- কেউ যদি চোখে চোখ রেখে কথা বলে, তবে সে সৎ এবং আন্তরিক।
- কিন্তু কেউ যদি বারবার চোখ ফিরিয়ে নেয় বা চোখের সংযোগ এড়িয়ে চলে, তাহলে হয়তো সে কিছু লুকাতে চাইছে অথবা পরিস্থিতিতে স্বচ্ছন্দ নয়।
কথার সময় হাতের ব্যবহার অনেক কিছু প্রকাশ করে।
- যিনি হাত দিয়ে ভাব প্রকাশ করেন, তিনি সাধারণত উচ্ছ্বসিত, আত্মবিশ্বাসী ও খোলামেলা স্বভাবের।
- কেউ যদি হাত পকেটে রাখে বা চেপে ধরে রাখে, তবে ধরে নেওয়া যায় সে কিছুটা লুকিয়ে রাখতে চাইছে বা স্বভাবে রিজার্ভড।
মুখের অভিব্যক্তি থেকে বুঝে নিতে পারবেন কেউ আসলেই হাসছে নাকি শুধু দেখানোর জন্য।
- সত্যিকারের হাসি হলে চোখের কোণে ভাঁজ পড়ে।
- অন্যদিকে, কৃত্রিম হাসি সাধারণত কেবল ঠোঁটেই সীমাবদ্ধ থাকে।
এটি সবচেয়ে মজার ও চ্যালেঞ্জিং কৌশল।
- Microexpression মানে মুখে খুব অল্প সময়ের জন্য (০.৫ সেকেন্ডেরও কম) ফুটে ওঠা আবেগ।
- কেউ কিছু লুকাতে চাইলে, এক সেকেন্ডের ভেতরেই তার চোখ, ঠোঁট বা ভ্রুতে আসল অনুভূতি ফুটে ওঠে।
- ভালো পর্যবেক্ষণ করলে, আপনি সেই মুহূর্তগুলো ধরতে পারবেন।
আপনি যদি এই কৌশলগুলো নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন আপনার আশপাশের মানুষের ‘মানসিক ডিটেকটিভ’! প্রথম দেখাতেই কে কেমন, কী ভাবছে বা কী লুকোচ্ছে—সবই আপনার চোখ এড়াবে না।
তাহলে আর দেরি কেন? শুরু করুন আজ থেকেই।
মনে রাখবেন, বোঝার চেষ্টা করুন, বিচার করার নয়। মানুষকে বুঝতে শেখা মানে সম্পর্ক আর পরিস্থিতি দুটোই ভালোভাবে সামলানো শেখা।
মন্তব্য করুন