কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত চুল পড়ছে, ঘরেই আছে সমাধান

চুল পড়া | ছবিঃ সংগৃহীত ।
চুল পড়া | ছবিঃ সংগৃহীত ।

চুল পড়ার সমস্যা আমাদের সবারই কমবেশি আছে। চুল পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে খ্যাদাভ্যাস ও স্ট্রেস। কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এ সমস্যা একটু বেশি হয়। তখন তাদের ক্ষেত্রে দেখা যায় চুল পড়তে পড়তে ধীরে ধীরে টাক হয়ে যাচ্ছে।

দিনে অন্তত ১০০টা চুল পড়া স্বাভাবিক ধরে নেয়া যায়। কারণ, সারা দিনে ৫০-১০০টি চুল পড়তেই পারে। কিন্তু বিপত্তি বাধে তখন যখন চুল পড়ার পরে আর ওঠে না। বরং উল্টো বেশি বেশি চুল পড়তে থাকে।

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে এমন কিছু জিনিস ব্যবহার করা জরুরি যা, চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিও বাড়ায়। চলুন জেনে নেই চুল পড়া কমানোর কিছু ঘরোয়া উপায়, যার মাধ্যমে আপনি এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।

কী কী কারণে চুল পড়তে পারে?

১. জিনগত সমস্যা চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। কোনো মহিলা বা পুরুষের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পরেই যদি চুল পড়ার সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে তাদের বংশে এ বিষয়টি আগেও দেখা গেছে। তখন সেটিকে বংশগত সমস্যা বলেই ধরা যেতে পারে।

২. শরীরে হরমোনের হঠাৎ পরিবর্তনের কারণেও চুল ওঠার সমস্যা হতে পারে। সে কারণে অনেক নারীরা প্রেগনেন্সি বা প্রেগনেন্সির পরে চুল পড়ার সমস্যায় ভোগেন। কারণ, গর্ভাবস্থা, প্রসব বা মেনোপজের পরও হরমোনের তারতম্যের কারণেও চুল পড়তে পারে।

৩. শারীরিক কোনো সমস্যা বা কঠিন রোগেও চুল পড়ে যেতে পারে।

৪. অতিরিক্ত দুশ্চিন্তা করলে চুল পড়তে পারে।

৫. চুলের ত্বক (স্ক্যাল্প) অপরিষ্কার রাখলে ও তাতে কোনো ইনফেকশন হলে চুল পড়তে পারে।

অতিরিক্ত চুল পড়ছে কিনা বুঝবেন যেভাবে

১. মাথার সামনের দিকে এবং স্ক্যাল্পে চুলের ঘনত্ব কমতে শুরু করলে বুঝবেন অতিরিক্ত চুল পড়ছে। ২. ভ্রুর চুল কিংবা চোখের পাতা, সব জায়গায় যদি চুল পড়ার সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে অতিরিক্ত চুল পড়ছে। ৩. মাথার ত্বকে খুশকির সমস্যা বেড়ে গেলে বা স্ক্যাল্প ইনফেকশন হলে অতিরিক্ত চুল পড়তে পারে।

চুল পড়ার ঘরোয়া সমাধান

কয়েকটি ঘরোয়া উপায়েই সমাধান হতে পারে এই চুল পড়ার সমস্যা। জেনে নিন সেই উপায়গুলো কী কী—

নিমপাতার তেল

প্রাচীন যুগ থেকেই চুলের যত্নের অন্যতম উপাদান হিসেবে নিমের পাতার তেল ব্যবহার হয়ে আসছে। এমনকী আয়ুর্বেদেও নিমকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, নিমে উচ্চমাত্রায় ফ্যাটি অ্যাসিড আছে। যা স্ক্যাল্পের জন্য খুবই প্রয়োজন। এটি স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ১০-১২টা নিমপাতা নিয়ে সেগুলো বেটে পাতা থেকে নির্যাস বের করে নিন। এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে স্ক্যাল্পে কাজ করবে। নিমপাতার এই মিশ্রণের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অলিভ অয়েল, আমন্ড অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। সেটি সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করেন।

পেঁয়াজের রস

নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুব কাজ করে। এটি স্ক্যাল্পের কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা উপাদান চুল ঘন করে। কারণ, এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান এবং অ্যান্টি অক্সিড্যান্টস।

যেভাবে ব্যবহার করবেন

একটি বড় পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন। সেই রস আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। আবার চুলেও লাগাতে পারেন। সেই সঙ্গে চুলের ডগাতেও লাগাতে ভুলবেন না। পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগানোর সময় হালকা মাসাজ করতে পারেন। এক ঘণ্টা অপেক্ষা করে এরপর শ্যাম্পু করে ফেলুন। এক মাস পর নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

জবা ফুল

চুল পড়া বন্ধ করে জবা ফুল। সেই সঙ্গে চুলের সমস্যা, খুশকি, শুষ্কতা, থেকে চুলকে রক্ষা করে। চুলকে ঘন এবং শক্তিশালী করে তুলতে জবা ফুল খুবই উপযোগী। জবা ফুল প্রাকৃতিক উপাদান। তাই যে কোনোভাবে এটি চুলে ব্যবহার করা যায়। চুল সহজেই ভেঙে যাওয়া রোধ করে এই ফুল।

যেভাবে ব্যবহার করবেন

সাতটি জবা ফুল ও সমপরিমাণ পাতা নিন। আধ কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হওয়ার পর সেই তেল স্ক্যাল্পে লাগিয়ে নিন। সঙ্গে চুলেও লাগিয়ে নেবেন। আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১০

যমুনার সামনে রাতভর যা যা হলো

১১

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১২

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৩

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৪

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৫

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৬

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৭

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

আরব সাগরে ভারতের অভিযান, টার্গেটে পাকিস্তান

২০
X