কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

জেনে নিন দিনটি কেমন যাবে আপনার?

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

শুক্রবার (৫ জানুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ : স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। পেটে সমস্যা দেখা দিতে পারে। কারও দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। ছোট ব্যবসায়ীরা অর্থ লগ্নি এড়িয়ে যান। আটকে থাকা কাজে মনোনিবেশ করুন। আইনি কাজ দীর্ঘদিনের জন্য আটকে যেতে পারে।

বৃষ : দিনটি ব্যস্ততায় কাটবে। কর্মক্ষেত্রে অধিক দায়িত্ব পেতে পারেন। ফলে সমস্যায় জড়াবেন। সন্তানকে কোনো কাজ দিলে, তারা সেটি সম্পন্ন করবে। এতে মন প্রসন্ন হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তার সমাধান হতে পারে। ভাইদের ভালোবাসা পাবেন। বন্ধুবান্ধবের জন্য কিছু অর্থ জোগাড় করতে পারেন। কারও সঙ্গে সমস্যা সমাধান করার সময় কথাবার্তায় মনোনিবেশ করুন। মিথুন : দিনটি ভাগ্যের দিক দিয়ে ভালো। সন্তান সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকলে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। এমন কোনো কাজ করবেন, যার দ্বারা আপনার নাম উজ্জ্বল হবে। অধিক ধন লাভের লালসায় ভুল স্থানে অর্থ লগ্নি করে ফেলবেন না। শ্বশুরবাড়ির কোনো সদস্যকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। কর্কট : বিভিন্ন সমস্যায় জড়িয়ে থাকবেন। নতুন ব্যবসা শুরু করলে তাতে কাঙ্ক্ষিত লাভ নাও অর্জন করতে পারেন। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে হবে। আয় মাথায় রেখে জীবনসঙ্গীর জন্য উপহার কিনুন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দলের পক্ষ থেকে কিছু দায়িত্ব লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রু প্রবল হবে।

সিংহ : মিশ্র ফলাফল লাভ করবেন। কর্মক্ষেত্রে নারীরা আর্থিক লাভ অর্জন করবেন। চোখের সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। তা না হলে সমস্যা বাড়তে পারে। সন্তানকে শিক্ষা লাভের জন্য বিদেশে পাঠাতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমিকার পরিচয় করিয়ে দিতে পারেন। মায়ের সঙ্গে তর্ক হতে পারে। কন্যা : কাজের কারণে যাত্রায় যেতে পারেন। সম্পত্তিতে লগ্নি করলে লাভবান হবেন। ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন। ফলে আর্থিক পরিস্থিতি মজবুত করতে সফল হবেন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। শত্রু আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। আটকে থাকা টাকা ফিরে পাবেন। তুলা : দিনটি গুরুত্বপূর্ণ। পরিবারের কোনো সদস্যের বিয়ে সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এ ক্ষেত্রে অভিজ্ঞদের সিদ্ধান্ত গ্রহণ করুন। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে আনন্দিত হবেন। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন হতে পারে। ব্যবসায় মনোনিবেশ করুন। তা না হলে কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন না। বৃশ্চিক : দিনটি চিন্তায় পরিপূর্ণ থাকবে। শারীরিক সমস্যা থাকলে কষ্ট বাড়তে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলার সময় মনের কথা ভাগ করা থেকে বিরত থাকুন। তা না হলে তারা এর ভুল সুযোগ তুলতে পারেন। অর্থলগ্নির পরিকল্পনা করে থাকলে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। সন্তানের বন্ধুবান্ধবদের ওপর নজর রাখুন। যাতে তারা কোনো ভুল সঙ্গতে জড়িয়ে না পড়ে। বাড়ি থেকে দূরে চাকরি করেন যারা, তারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসতে পারেন। ধনু : কর্মক্ষেত্রে চতুর বুদ্ধির দ্বারা শত্রুদের পরাজিত করতে পারবেন। তাই চোখ-কান খোলা রেখে কাজ করুন। বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীকে দিয়ে থাকা প্রতিশ্রুতি পূরণ করতে পারেন ও তার সঙ্গে একা কিছু সময় কাটাবেন। ছাত্রছাত্রীরা কঠিন পরিশ্রমের পর পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। পরিবারের ছোট সদস্যরা আপনার কাছে কিছু চাইতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। শত্রু আপনার কোনো কাজ নষ্ট করতে পারেন।

মকর : চাকরিজীবীরা নতুন কাজ করার সুযোগ পাবেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আকস্মিক ধন লাভ করতে পারেন। কোনো যাত্রায় যাবেন, যা আপনার জন্য লাভজনক হবে। স্বাস্থ্যের যত্ন নিন। পেটের সমস্যা থাকলে খাওয়া-দাওয়ার যত্ন নিতে হবে। অংশীদারির ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন। পরিবারের বিয়ের যোগ্য সদস্যরা ভালো সুযোগ পাবেন। কুম্ভ : দিনটি আর্থিক দিক দিয়ে ভালো। পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন। ব্যক্তিগত জীবনে কোনো সমস্যায় থাকলে তা থেকে স্বস্তি পাবেন। পরিবারে ভাই-বোনের মধ্যে কোনো মনোমালিন্য চললে চুপ থাকুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ আটকে থাকলে তাতে জয়ী হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরামর্শকে স্বাগত জানানো হবে। মীন : দিনটিতে মিশ্র ফলাফল থাকবে। ব্যবসায়িক পরিকল্পনা কার্যকরী করতে হবে। তখনই তার দ্বারা লাভ অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অগ্রসর হবেন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। হাতে কাজের পরিমাণ বেশি থাকলে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে কাজে মনোনিবেশ করতে হবে, কোন কাজ অধিক গুরুত্বপূর্ণ তা লক্ষ্য রাখতে হবে। পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে সফল হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X