দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।
আজ শুক্রবার, ২৪ মে ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—
মেষ : পারিবারিক ব্যয় বাড়তে পারে। সেইসঙ্গে মানসিক চাপও বাড়তে পারে। ছুটির দিন বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। লেনদেনের জন্য দিনটি শুভ নয়। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার সুযোগ পাবেন। সংসার জীবনে দিনটি অন্যান্য দিনের তুলনায় কিছু আলাদা থাকবে। সন্ধ্যায় সন্তানকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন। বৃষ : চাকরির বাধা দূর হতে পারে। ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন। পরিচিত ব্যক্তির চাপে পড়ে কোনো ব্যবসায়িক আলোচনা চূড়ান্ত হতে পারে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য নতুন সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজে জড়িতদের সম্মান বাড়বে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। মিথুন : বৃষ্টির কারণে সর্দি-জ্বর হতে পারে। আজ কঠিন পরিশ্রম করতে হতে পারে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর জন্য অর্থ ব্যয় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটেও ভালো যাবে না। কর্কট : আজ সুখবর পেতে পারেন। তবে পরিবারের কিছু সদস্য এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে, তাই কেউ ক্ষতি করতে পারবে না। সন্তানের পক্ষ থেকে খুশির সংবাদ পাবেন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদে আজ সাফল্য আসবে।
সিংহ : পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। তারা আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ঋণ নেয়ার পরিকল্পনা বাতিল করুন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। অংশীদারিত্বে কোনো ব্যবসা করে থাকলে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে।
কন্যা : আজ যে কাজ করবেন, তাতে অবশ্যই সফল হবেন। তাই আজ নিজের প্রিয় কাজ করুন। নতুন ব্যবসায় জন্য দিনটি ভালো। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পাবেন। চাকরিজীবীরা আজ কোনো ভালো সুযোগ পেতে পারেন। বাড়িতে অতিথি আসায় অর্থ ব্যয় হতে পারে।
তুলা: আজ সামাজিক সম্মান বাড়বে। কাজের চাপের কারণে মানসিক অবসাদ বাড়তে পারে। কাছের বন্ধু সাহায্যে এগিয়ে যেতে হতে পারে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। চাকরিজীবীরা পদোন্নতি লাভ করবেন। বৃশ্চিক : পার্টনারের সঙ্গে ব্যবসা নিয়ে কিছু জঠিলতা হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের আচরণ নিয়ন্ত্রণ রাখুন। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। সন্তানের বিয়ের বাধা কেটে যাবে। পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটবে। শিক্ষকদের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আসা বাধা দূর হবে।
ধনু : ব্যবসায়ীরা হঠাৎ বড় অংকের ধন লাভ করতে পারেন। ফলে আপনাদের ধন বৃদ্ধি হবে। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। মা-বাবাকে তীর্থ যাত্রায় নিয়ে যেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। মকর : জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। জীবনে সফল হতে আজই কঠোর পরিশ্রম শুরু করুন। পরিবারের সদস্যদের সম্মতি পাবেন। জঠিল সমস্যার সমাধানের জন্য কোনো প্রবীণ সদস্যের সাহায্য নিতে হতে পারে। সন্ধ্যায় ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভবান হবেন। কুম্ভ : রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য লাভ করতে পারেন। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরির খোঁজ করছেন যারা তাদের জন্য দিনটি শুভ। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায় অর্থ লগ্নি হতে পারে। এর দ্বারা লাভবান হবেন। ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য চললে, তা শেষ হবে। সুসংবাদ পেতে পারেন ব্যবসায়ীরা। মীন : পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এর দ্বারা লাভবান হবেন। মা-বাবার পরামর্শে কোনো কাজ শুরু করে থাকলে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যার দিকে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। ফলে তারা আপনার ওপর রেগে যাবেন। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন। তবে ব্যবসায়ীদের ঋণের পরিমাণ বেড়ে যাবে।
মন্তব্য করুন