আগামী ১ আগস্ট ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টায় সশরীরের একটি প্রতিনিধিদল আইজিপি কার্যালয়ে যাবে।
ডিএমপি কার্যালয়ে সাক্ষাৎ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানাবে দলটি।
এর আগে গতকাল সোমবার (২৪ জুলাই) একই সহযোগিতার আবেদন নিয়ে আইজিপি কার্যালয়ে গিয়েছিল দলটি।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ১ আগস্ট রাজধানী ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মন্তব্য করুন