সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নীলফামারীতে দুই ভাইসহ চারজন, বরিশালের গৌরনদীতে দুই ও রাজবাড়ীতে তিনজন। শুক্রবার (২ আগস্ট) বিভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নীলফামারী: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়াবাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি সৈয়দপুর থানার ওসি শাহা আলম ও কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার আবু তালেবের ছেলে পিকআপচালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জের মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।
ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন অফিসার মো. বিপুল হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া গাড়ির মধ্যে আটকে পড়া দুজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ীর আলাদীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০), ট্রাকের হেলপার সাকিব (২০) এবং অন্যজন অজ্ঞাত (৫০)।
জানা গেছে, রাজবাড়ীমুখী একটি সিমেন্টবোঝাই ট্রাক আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এলে বিপরীত দিক থেকে ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আরও দুজন মারা যান।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন