কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এমনটি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট) যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ। পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। দপ্তর পেয়েই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে শেখ হাসিনাকে।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই দেশে ফিরবেন তিনি।

গত ৩০ বছরের মধ্যে ২০ বছরই ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাই থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে সহিংস সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ নিহত হয় বলে জানায় রয়টার্স। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হওয়ায় ওই হত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে চান নাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন তা জানতে আমি খুব ইচ্ছুক।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, তার শাসনামলে হওয়া হত্যার বিচার চাইব। এটা আমাদের বিপ্লবের প্রধান একটি দাবিও ছিল। যদি তিনি ফিরে না-ও আসেন, তবুও আমরা এ নিয়ে কাজ চালিয়ে যাব। আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। সেটা প্রচলিত বিচারব্যবস্থা বা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমেও হতে পারে। যেটাই হোক, আমরা এ নিয়ে আলোচনা করছি।

দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়েও কথা বলেন নাহিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশনে সংস্কার ও সংবিধানের সংশোধন প্রয়োজন বলে জানান তিনি। তাই আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নাহিদ নিজেও নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি।

এদিকে ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল ভারত। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতি নিয়ে ভাবা উচিত, না হলে পুরো দক্ষিণ এশিয়া এটা সমস্যার কারণ হবে। ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা, জানতে চাইলে, তা বাংলাদেশের ওপর ছেড়ে দেন তরুণ এই ছাত্রনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত

সন্দ্বীপে ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

খাট-বেগুন দিতে চায় ইসি, শাপলায় অনড় এনসিপি

৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে : শিক্ষা মন্ত্রণালয়

টি-টেন লিগে ৩ বাংলাদেশি ক্রিকেটার সতীর্থ হিসেবে যাদের পাবেন

আরেকটি এক-এগারো ছাড়া বাংলাদেশে আ.লীগের ফেরার সুযোগ নেই : রাশেদ

আগুনের ঘটনা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র : এনসিপি নেতা

খোলা মাঠে বিমানের জরুরি অবতরণ

১০

আমাদের ডিভোর্স হয়নি,অভিমান করেছিলাম: মাহি

১১

ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই : হাসনাত

১২

দুপুরে না খেলে যা হয়

১৩

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

১৪

সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

১৬

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

১৭

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

১৮

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

১৯

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

২০
X