কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষদিন আজ

অবৈধ অস্ত্র। প্রতীকী ছবি
অবৈধ অস্ত্র। প্রতীকী ছবি

ছাত্রজনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে উচ্ছৃঙ্খল জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয়।

পুলিশ সদর দপ্তর থেকে এর পরিপ্রেক্ষিতে বলা হয়, কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে নিকটস্থ থানায় বুধবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, এরই মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩ হাজার ৮৮০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকার যৌথ অভিযান পরিচালনা করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা-ফাঁড়িতে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। এ ছাড়া ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগেও পুলিশের বিভিন্ন থানা, ইউনিট ও ডিউটিস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বিভিন্ন ধরনের ১৮৯০টি অস্ত্র উদ্ধার হয়েছে। গুলি উদ্ধার হয়েছে ৯২ হাজার ৯১ রাউন্ড। এ ছাড়া ২৮৮০টি টিয়ার শেল এবং ২৯৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় পুলিশের অস্ত্র। এখনো লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার হয়নি। ফলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।

পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এর মধ্যে ৮০টি অস্ত্র উদ্ধার হয়েছে। ২১টি এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ৮০ অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান রয়েছে। এখনো ২১টি অস্ত্র জমা পড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

ফের বাড়ল স্বর্ণের দাম

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

১০

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

১১

বড় পর্দায় আসছেন প্রভা

১২

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

১৩

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

১৪

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

১৫

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

১৬

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৭

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

১৮

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

১৯

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

২০
X