কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির সড়কে গর্ত, চলতি মাসেই শেষ হবে খানাখন্দ সংস্কারকাজ

সড়ক পরিদর্শনে ডিএসসিসির কর্মকর্তারা। ছবি : কালবেলা
সড়ক পরিদর্শনে ডিএসসিসির কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলোতে সৃষ্ট গর্ত ও খানাখন্দের সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে অনেক সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। চলতি অক্টোবর মাসের মধ্যে বাকি সড়কগুলোর সংস্কার কাজ শেষ হবে। ফলে নভেম্বর মাসে নগরবাসী এসব সংস্কার কাজের সুফল ভোগ করতে পারবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা দক্ষিণসিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের সার্বিক দিকনির্দেশনা এবং ডিএসসিসি প্রশাসক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ লক্ষ্য বাস্তবায়নে নিরলস কাজ করে চলেছে সংস্থার প্রকৌশল বিভাগ।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টির ফলে ডিএসসিসির আওতাধীন বিভিন্ন সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দের ফলে জনগণের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সরকার উপদেষ্টার নজরে আসে। পরে তিনি গত ২৮ সেপ্টেম্বর লালবাগ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার উপদেষ্টা নগর কর্তৃপক্ষকে লালবাগের সংশ্লিষ্ট সড়কসহ সব সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ দ্রুত মেরামতের নির্দেশনা দেন।

তার পরিপ্রেক্ষিতে ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক মো. নজরুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংস্থার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এসব সংস্কার কাজ বাস্তবায়ন তদারকিতে নবনিযুক্ত প্রশাসক দাপ্তরিক কর্মদিবস ছাড়া ছুটির দিনেও দপ্তরে উপস্থিত থেকে তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চলেছেন।

এর ধারাবাহিকতায় ইতোমধ্যে সচিবালয় সংলগ্ন সড়ক, সৈয়দ নজরুল ইসলাম সরণি, মিরপুর রোড, ঢাকেশ্বরী প্রধান সড়ক, শিক্ষা বোর্ড এলাকা, লালবাগ রোড, নীলক্ষেত রোড, কাঁটাবন সড়ক ও বাবুপাড়া রোড, হাতিরপুল বাজার সংলগ্ন সড়ক, শহীদ ক্যাপ্টেন মুনসুর আলী সরণি, শাহবাগ মোড়, পলাশী থেকে শহীদ মিনার, সায়েন্সল্যাব মোড়, টিএসসি, দোয়েল চত্বর, বেইলি রোড, শান্তিনগর, ধানমন্ডি ১৩/এ, ৫/এ, পলাশী এলাকা, রাজারবাগ রোড শাহজাহানপুর মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আউটার সার্কুলার রোড, জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন, মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড়, তাঁতিপাড়া ক্রসিং, যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় রোড, ধলপুর থেকে সায়েদাবাদ এলাকা, জয়কালী মন্দির, হাটখোলা রোডসহ বেশ কিছু এলাকার সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামত করা হয়েছে। অন্য সড়কগুলোতে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, নগরবাসীর ভোগান্তি লাঘব করা আমাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের সুচিন্তিত ও বিজ্ঞ নির্দেশনা এবং প্রকৌশল বিভাগের নিরন্তর তৎপরতায় আমরা ইতোমধ্যে অনেকগুলো সড়কের খানাখন্দ ও বড় বড় গর্ত মেরামত করতে সক্ষম হয়েছি। যেসব সড়কে মেরামত কাজ বাকি আছে সেগুলো মেরামতের কাজ এ মাসের মধ্যেই শেষ হবে এবং আগামী মাস থেকে নগরবাসী আমাদের এসব কার্যক্রমের সুফল ভোগ করবে

প্রয়োজনীয়তা অনুসারে কিছু সড়ক পুনর্নির্মাণ করা হবে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে আমরা সড়কগুলো জনগণের চলাচল উপযোগী করে সংস্কার করছি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিছু কিছু সড়ক পুননির্মাণ করব।

তার মতে, অনেকগুলো সড়ক নির্মাণ, পুনঃনির্মাণ ও পূর্ণাঙ্গভাবে সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্ষা পুরোপুরি শেষ হলে এসব সড়কের নির্মাণ, পুননির্মাণ ও পূর্ণাঙ্গভাবে সংস্কার কার্যক্রম শুরু হবে এবং নগরবাসী সেসব কাজেরও পূর্ণ সুফল ভোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

১০

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

১১

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

১২

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

১৩

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

১৪

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

১৫

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

১৬

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

১৭

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

১৮

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

১৯

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

২০
X