কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘কোথায় গর্ত আর কোথায় রাস্তা—বোঝাই যায় না’

গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। ছবি : কালবেলা
গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী আঞ্চলিক সড়কটি আজ জনগণের ভোগান্তি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কসবা উপজেলার অংশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে কসবা বাজার থেকে চাপিয়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার অবস্থা এতটাই নাজুক যে—সেখানে চলাচল এখন মৃত্যুঝুঁকি নিয়ে করার শামিল।

গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ, যার মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, চাকরিজীবী, রোগী, এবং সাধারণ যাত্রীরা রয়েছে। এ সড়কটিতে সবচেয়ে বেশি চলাচল করে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। কিন্তু চলাচলের উপযোগিতা হারিয়ে ফেলায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

চাপিয়া এলাকার কলেজছাত্রী সীমা আক্তার বলেন, ‘প্রতিদিন কলেজে যেতে রাস্তায় পড়ে যেতে হয়। কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝাই যায় না। অনেকবার কাদায় পড়ে বই-খাতা ভিজে গেছে। কতদিন এভাবে চলব?’

অটোরিকশা চালক আব্দুল মান্নান বলেন, ‘সিএনজি চালাতে ভয় লাগে। গর্তে পড়ে যাত্রী পড়ে যায়, গাড়ি নষ্ট হয়। আমাদের আয় তো কমে যাচ্ছে। সরকার রাস্তার কাজ শুরু করল না কেন বুঝি না।’

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তায় ধুলাবালি আর কাদা দুই সময়েই সমস্যা। গাড়ি কম চলে, তাই দোকানে বেচাবিক্রিও কম। তেল-গ্যাসের দাম বাড়ে, কিন্তু রাস্তা ঠিক হয় না।’

এই দুর্দশার অবসান ঘটাতে ২০২৩-২৪ অর্থবছরে সরকারের এলজিইডি রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের (RCIP) আওতায় কসবা-আখাউড়া সড়কের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। পুরো সড়কের মধ্যে কসবা অংশের ৭ কিলোমিটার এবং আখাউড়া অংশের ৪ কিলোমিটার উন্নয়নের জন্য মোট ১৩ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়।

ঠিকাদার হিসেবে দায়িত্ব পায় কিশোরগঞ্জের মেসার্স মমিনুল হক নামের একটি প্রতিষ্ঠান। প্রাক্কলন অনুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে এখন পর্যন্ত কেবল একটি কালভার্ট ভাঙার কাজ শুরু হয়েছে। বর্ষাকালে এমন ধীরগতির কাজ আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ২৫ এমএম ডেন্স কার্পেটিংয়ের মাধ্যমে সড়কটির আংশিক সংস্কার হয়েছিল। এরপর দীর্ঘ চার বছরেও কোনো পূর্ণ সংস্কার হয়নি।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এলজিইডির আওতায় রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)-এর অধীনে রাস্তার উন্নয়নকাজের জন্য টেন্ডার কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং কিশোরগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে।’

তিনি বলেন, আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করার জন্য বারবার তাগাদা দিয়েছি। তারা কালভার্ট ভাঙার কাজ শুরু করেছে এবং পূর্ণাঙ্গ কাজও দ্রুত শুরুর আশ্বাস দিয়েছে। তবে বর্ষা মৌসুমে কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে, এটা সত্যি। তার পরও আমরা স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগ থেকে নিয়মিত তদারকি করছি যাতে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন হয় এবং জনগণের ভোগান্তি লাঘব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার

‘প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হলে সম্পূর্ণরুপে নিরাময় সম্ভব’

চুরি, ডাকাতি ও হত্যার ঘটনায় আতঙ্কিত তারাগঞ্জবাসী

চৌদ্দগ্রামে মেম্বারকে শালিশে না ডাকায় নারীর শ্লীলতাহানির অভিযোগ

রংপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি হিন্দু মহাজোটের

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানে : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

স্বামীর বিরুদ্ধে ‘বালিশ চাঁপা’ দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১০

মাদ্রাসার সভাপতিকে বাদ দিতে সুপারের কাণ্ড

১১

বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে : শিক্ষা উপদেষ্টা

১২

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

১৩

কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন, জরিমানা

১৪

‘তারেক রহমানই গণঅভ্যুত্থানের মূল নায়ক’

১৫

গভীর সমুদ্রে মাছ আহরণে জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

১৬

পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৭

রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ ও ছাত্রত্ব বাতিল

১৮

রাষ্ট্র মেরামতের এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না : আইন উপদেষ্টা 

১৯

স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : এবি পার্টি

২০
X