ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
এইচআরএসএসের প্রতিবেদন

পাঁচ বছরে নির্যাতনের শিকার সাড়ে ১২ হাজার নারী-শিশু

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো। ছবি : কালবেলা
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো। ছবি : কালবেলা

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে দেশব্যাপী কমপক্ষে ১ হাজার ৩০৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫০৫ জন। যাদের মধ্যে ২৬১ জনই ১৮ বছরের কম বয়সী শিশু। এছাড়া বিগত ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ হাজার ৫৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী নারী ও শিশুদের ওপর সহিংসতা বিষয়ক এ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

এইচআরএসএসের প্রতিবেদন বলছে, শুধু ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ১৩০৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫০৫ জন, যাদের মধ্যে ২৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ১১৮ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে ও আত্মহত্যা করেছেন ১১ নারী। ২৮১ নারী ও কন্যাশিশু যৌননিপীড়নের শিকার হয়েছেন- তন্মধ্যে শিশু ১১৫ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন ও আহত হয়েছেন ২৯ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৬৫ জন, আহত হয়েছেন ৬৭ জন এবং আত্মহত্যা করেছেন ৯৯ নারী। এসিড সহিংসতার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ৮ নারী।

গত পাঁচ বছরের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কমপক্ষে ১২৫৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭১৭৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২২৫ জনকে ও আত্মহত্যা করেছেন ৫১ নারী। ২৬৩৯ নারী ও কন্যাশিশু যৌননিপীড়নের শিকার হয়েছেন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৯৬ জন, আহত হয়েছেন ৩৭৫ জন এবং আত্মহত্যা করেছেন ২০ নারী।। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ১০৬৩ জন, আহত হয়েছেন ৩৬৫ জন এবং আত্মহত্যা করেছেন ২৭৪ নারী। এসিড সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৯ জন ও গুরুতর আহত হয়েছেনে ১১ নারী।

এ ধরনের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, এইচআরএসএস বিশ্বাস করে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব থাকা অপরিহার্য। এমতাবস্থায় নারী ও পুরুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এবং সহিংস মনোভাব পরিহার করা অবশ্য কর্তব্য। তাই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। এইচআরএসএস আশা করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বহুলাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ’ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব প্ল্যাটফর্মে আ.লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি

ঢাবিতে সাম্যের জানাজা অনুষ্ঠিত 

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না : প্রধান উপদেষ্টা 

বৃহস্পতিবার শেষ হচ্ছে একাদশ শ্রেণির অনলাইনে টিসির আবেদন

আইসিসির মাস সেরা নির্বাচিত হয়ে মিরাজের ইতিহাস

সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে ড. মুহাম্মদ ইউনূস

হাঁটতে পারছেন না শাবনূর

চট্টগ্রামে প্রধান উপদেষ্টার নিরাপত্তায় চলাচলে নিষেধাজ্ঞা

জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বেরিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টা

১০

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

১১

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ 

১২

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৩

জবি শিক্ষার্থীদের লংমার্চে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৪

আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

১৫

শেখ হাসিনার সঙ্গে গ্রুপ মিটিং, আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার

১৬

ভারতকে ওমানের গ্র্যান্ড মুফতি / মুসলিম শাসকদের ‘দয়া ও উদারতা’ স্মরণ করুন

১৭

মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

১৮

বজ্রপাতে  নিহত-আহতদের আর্থিক সহযোগিতার নির্দেশনা চেয়ে রিট 

১৯

হাটহাজারী-কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

২০
X