কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নর্থওয়েস্ট পাওয়ারের এমডি আবসারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছাত্র-জনতা মঞ্চের মানববন্ধন। ছবি : কালবেলা
ছাত্র-জনতা মঞ্চের মানববন্ধন। ছবি : কালবেলা

নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী আবসার উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ। রোববার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে শেখ হাসিনার অনুসারী কাজী আবসার উদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তারা মানববন্ধনে বলেন, এই কাজী আবসার উদ্দিন আহমেদ রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার আশ্রয় প্রশ্রয়ে ভারতীয় কোম্পানি পুরোনো যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রটি নির্মাণ করেছে। রামপাল ঠিকমতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। কিন্তু ঠিকই পূর্ণমাত্রায় কেন্দ্রটির ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ করতে হচ্ছে। এতে করে কেন্দ্রটি প্রতিদিন অন্তত তিন কোটি ৪০ লাখ টাকার মতো বেশি নিয়ে যাচ্ছে। চুক্তির পুরো সময়ে যার পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৪ হাজার কোটি টাকায়। বক্তারা বলেন, রামপাল কেবল সুন্দরবনেরই ক্ষতি করেনি, বরং কেন্দ্রটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। আবসার উদ্দিন ভারতীয় স্বার্থ দেখায় তাকে ভারতে গেলে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। কি করে দেশের একজন প্রধানমন্ত্রী, মন্ত্রী বা পদস্থ কোনো ব্যক্তি না হয়ে শুধু একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হলো। বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার এক মাস আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বাসায় আবসার সপরিবারে দাওয়াত খেয়ে এসেছেন। আবসারকে অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি ভারতীয় স্বার্থ দেখতে কি পরিমাণ অর্থ নিয়েছেন এতে সহজেই বোঝা যাবে। মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব ডি কে সোলায়মান বলেন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, সুন্দরবনের পাশে পরিবেশ বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষতির প্রধান কারিগর কাজী আবসার উদ্দিন এখনো বহাল তবিয়তে রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ভারতীয় কোম্পানিকে একপাক্ষিক সুবিধা দিয়ে বাংলাদেশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছেন। পুরোনো ও অকার্যকর যন্ত্রাংশ ব্যবহার করে কেন্দ্রটি নির্মাণের সুযোগ তিনি ভারতীয় কোম্পানি ভেল-কে দিয়েছেন, যার ফলে এই কেন্দ্রটি এখন দেশের কাঁধে একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সোলায়মান বলেন, আমরা কাজী আবসার উদ্দিনের পান্থপথস্থ অফিসের নিচে প্রতিবাদী মানববন্ধন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে কাজী আবসারের ওপর তদন্তের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করব।

মানববন্ধনে দাবি করা হয়, কাজী আবসার উদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করতে হবে। পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতি রোধে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দেশীয় সম্পদ রক্ষায় জাতীয় স্বার্থের পরিপন্থি সব প্রকল্প পর্যালোচনা করতে হবে। বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, যদি কাজী আবসার উদ্দিনসহ রামপাল বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হয়, তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক জাকির সুমন, যুগ্ম আহ্বায়ক ওয়ারিফুল ইসলাম নাসির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X