কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে সেবা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ : ডিএমপি কমিশনার

ক্র্যাব মিলনায়তনের অনুষ্ঠানের বক্তব্য রাখছেন শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা
ক্র্যাব মিলনায়তনের অনুষ্ঠানের বক্তব্য রাখছেন শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা নতুন করে জনগণের সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আগের মতো সেবা দিতে পুলিশ কার্পণ্য করবে না বলে আশ্বস্থ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি মাসে ৩টি দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়ে কমিশনার বলেন, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় বহু মানুষের সমাগম হবে। আমি আশা করি এসব জমায়েত অনেক আনন্দের সঙ্গে নিরাপদভাবে এদিনগুলো উদযাপন করবেন। এখন পর্যন্ত এসব দিনকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কোনো আশঙ্ক্ষা নেই।

বক্তব্যের শুরুতেই জুলাই-আগস্টে পুলিশের ভূমিকার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন কমিশনার। ৫ আগস্ট পরবর্তী সময়ের পুলিশ জনগণের সেবা দিতে কার্পণ্য করবে না জানিয়ে কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা সদস্যরা নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জুলাই আগস্ট এর ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায়, ঢাকাবাসীর জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগীতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাবো। ইতোমধ্যে আমি আমার সহকর্মীদের মেসেজ দিতে সক্ষম হয়েছি যে আগের মতো আর ঢাকাবাসী সেবা প্রদানে কার্পণ্য করা যাবে না।

পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের পুলিশি হামলা, নির্যাতনের প্রতিকার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশার বলেন, আমরা তো সেবা করতে চাই সাংবাদিকদের ওপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন করতে পারে না হামলা করতে পারে না। আমার পুলিশ সদস্য তো ডিসিপ্লিন থাকবে, হামলা মামলা বা কারো সঙ্গে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?

কমিশনার ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন আমি তদন্ত করবো, ব্যবস্থা নিবো। ‘হেলমেট বাহিনী’র হামলা এবং পরবর্তী তদন্ত নিয়ে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে।

অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি দেওয়া হয় এবং ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানে ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা এবং ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করল ইসি

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যুক্তরাষ্ট্র-চীন চুক্তি কেন গুরুত্বপূর্ণ

মেট্রো লাইনের কাজ শুরু / বাড্ডা-রামপুরা রোডে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

৩১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন 

রাবির সুইমিংপুলে সায়মার মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশ

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজল, সম্পাদক শিমুল

১০

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

১১

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ রাব্বির বস্তাবন্দি মরদেহ

১৩

নদভীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের মামলা

১৪

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

১৫

চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফেনীতে

১৬

বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না : রেজাউল করিম

১৭

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ

১৮

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে জানবেন আপনারটা বৈধ

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

২০
X