কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এ সরকার আসার পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আইন উপদেষ্টা

বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । ছবি : কালবেলা
বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । ছবি : কালবেলা

আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী সরকারের এই বর্তমান সময়ের তুলনায় রেমিট্যান্সের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এজন্য সব প্রবাসী ভাই-বোনদের বর্তমান সরকার ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমরা যখন বলি প্রবাসীরা আমাদের অর্থনীতির মূলস্তম্ভ- এটা একটুও বাড়িয়ে বলা হয় না। তবে দুঃখের বিষয় হচ্ছে- প্রবাসী ভাইদের পাঠানো অর্থ গত সরকার লুটপাট করে নিয়ে গেছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। আর ফ্যাসিস্ট হাসিনা ইসলামী ব্যাংকগুলোকেই টার্গেট করেছিল। যার মাধ্যমে তিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এ ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রবাসী কর্মীরা পাসপোর্ট নিয়ে অনেক অভিযোগ করেছে। কিছুদিন আগে আমি আপনাদের একটা সুখবর দিয়েছিলাম। পাসপোর্ট নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয়ের একাধিক বা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এর পাশাপাশি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অল্প কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখ্য, প্রবাসী লাউঞ্জ, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিট্যান্স পাঠানো।’

আসিফ নজরুল বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। আমাদের সৌদি আরব এবং ইউরোপের সঙ্গে চুক্তি হয়েছে দক্ষ শ্রমিক পাঠানোর ব্যাপারে। ইউরোপে আমাদের দক্ষ শ্রমিকের চাহিদা আছে- আমরা সেখানে দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করব। প্রবাসীরা বিদেশ থেকে ফেরত আসার পর নানা সমস্যায় পড়েন। তাদের সারা জীবনের অর্থ বিভিন্ন স্থানে বিনিয়োগ করে তারা ক্ষতির সম্মুখীন হন। এ বিষয়গুলো বিবেচনা করে তাদের রিইন্টিগ্রেশন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সর্বশেষ তারা যে সমস্যার সম্মুখীন হন তা হচ্ছে দূতাবাসের হয়রানি। এটা মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তবু আমরা চেষ্টা করছি প্রবাসীদের হয়রানি বন্ধ করার জন্য। আমরা চেষ্টা করছি প্রবাসীরা যাতে অনলাইনের মাধ্যমে তাদের দূতাবাসের সেবাগুলো নিতে পারে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যারা জেল-জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা। দেশে যখন নেট বন্ধ, আমরা কেউই আন্দোলন করতে পারছি না। এদিকে নরকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতায় প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে আমি আহ্বান জানাই।’

প্রবাসীদের ভোটাধিকার চেয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পায়। এজন্য সরকার কাজ করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, আইওএমের চিফ অব মিশন লেন্স বনিউ, সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন ও জর্ডান প্রবাসী ফজিলা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ৫ প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি, ১০ ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও ১০ প্রবাসীকে সিআরপি সম্মাননা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১১

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১২

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৩

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৪

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৫

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৭

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৮

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৯

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

২০
X