ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের উদ্যোগে দেড় হাজার বন্যার্তের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যেসব এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে সেগুলো হচ্ছে- পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ, ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদ, দরবারপুর ইউনিয়ন পরিষদ ও ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ।
মন্তব্য করুন