কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যু ও বিচিত্রার প্রতিবেদন নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

ড. আসিফ নজরুল (বাঁয়ে) ও দেলাওয়ার হোসাইন সাঈদী (ডানে)। ছবি : সংগৃহীত
ড. আসিফ নজরুল (বাঁয়ে) ও দেলাওয়ার হোসাইন সাঈদী (ডানে)। ছবি : সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

ড. আসিফ নজরুলের ব্যক্তিগত ফেসবুক আইডি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পৌঁনে ৩টার দিকে ওই পোস্ট দেন তিনি। এর আগে সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএসইউ) হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

তার মৃত্যুর পর ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, এ নিয়ে প্রথম আলো’তে অনেক লিখেছি তখন। তবে আমি মনে করতাম (এখনও করি), ফাঁসিই দিতে হবে শাহবাগের এই চাপ ছিল ন্যায়বিচারের পরিপন্থি। তা ছাড়া, বিচার চলাকালে সংবিধান ও আইন সংশোধন করা, অভিযুক্তের পক্ষের সাক্ষীকে গুম করা এবং বিচারের প্রক্রিয়া নিয়ে স্কাই-পি কেলেঙ্কারিতে তথ্য ফাঁস হওয়া ইত্যাদি বিষয়ের কারণে বিচার নিয়ে অনেক বিতর্ক ছিল।’

‘এসব বিষয়ে কথা বলার জন্য বহু মিথ্যাচার আর ভোগান্তির শিকার হতে হয়েছিল আমাকে। জীবনে অনেক উপকার করেছি এমন কেউ কেউও এই মিথ্যেচারে অংশ নিয়েছিল। শেষে বুঝেছি যুক্তি, তথ্য ও সৎ সাহস নিয়ে মানবতাবিরোধী অপরাধ বিষয়ে কথা বলা বা শোনার মতো মানসিকতা এ দেশের অধিকাংশ মানুষের নেই। মওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানুষের বিচারের ঊর্ধ্বে এখন। আল্লাহর কাছে তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। দোষী হলে শাস্তি, না হলে ভালো প্রতিদান পাবেন। এ নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কিছু নেই।’

তিনি আরও লিখেছেন, ‘বিচিত্রায় ১৯৮৯ সালে মওলানা সাঈদীকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখার অ্যাসাইমেন্ট আমাকে দেওয়া হয়েছিল (অনেকে তা এখন শেয়ার করছেন)। সেটা ছিল প্রতিবেদন, কোনো মতামত নয়। মতামত দেওয়ার মতো পড়াশোনা বা ম্যাচিউরিটি আমার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে সম্ভবত। শোনার মতো ম্যাচিউরিটি ও মানসিকতা মানুষের হলে বা দেশে বাক-স্বাধীনতা ফিরে এলে, সেটা অবশ্যই বলব কখনো।’

‘আমার কাছে এখন বেশি জরুরি হচ্ছে এখনকার মানবতাবিরোধী অপরাধ (সিস্টেমেটিক গুম), দেশ লুট আর ভোটচোরদের নিয়ে কথা বলা। কারণ এগুলোও মুক্তিযুদ্ধের চেতনার চরম লংঘন এবং এটা অনেকে বলছে না।’

(আমার এই পোস্টে যদি কেউ মন্তব্য করেন, তাহলে মিথ্যে বা বিকৃত কিছু বা না জেনে লিখবেন না প্লিজ। কারণ, কমেন্টের উত্তর দেওয়ার সময় বা ধৈর্য আমার খুব কম) যোগ করেন ড. আসিফ নজরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১১

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

১২

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১৩

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১৪

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

১৫

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

১৬

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

১৭

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

১৮

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

১৯

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

২০
X