কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মামলা আগেই বাতিল হওয়া উচিত ছিল : দুদকের আইনজীবী

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের আইনজীবী আসিফ হাসান। ছবি : কালবেলা
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের আইনজীবী আসিফ হাসান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা আগেই বাতিল হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান।

বুধবার (১৫ জানুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

আসিফ হাসান বলেন, রায় দেওয়ার ক্ষেত্রে সব আদালত স্বাধীন। সর্বোচ্চ আদালত যেটি ঠিক মনে করেছেন সেই রায় দিয়েছেন। খালেদা জিয়ার মামলা আগেই বাতিল হওয়া উচিত ছিল বলেও জানান তিনি।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ ছাড়া তারেক রহমানসহ যারা এই মামলায় আপিল করতে পারেনি তাদেরও খালাস দিয়েছেন আদালত।

বুধবার সকালে ১৭ বছর আগের এই মামলার রায় দেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ। সর্বসম্মতিক্রমে এ রায় দেন বেঞ্চের সব বিচারপতি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে বিদ্বেষমূলক বিচার হয়েছে। এ রায়ের মাধ্যমে আসামিরা তাদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরে পাবেন।

রায় শেষে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করায় সাজানো মামলায় বেগম জিয়া নির্দোষ প্রমাণিত হয়েছেন।

এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করা হয় ২০২৪ সালের ১১ নভেম্বর। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরপর নিয়মিত আপিল করা হয়।

দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয়; তার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে সোনালী ব্যাংকের রমনা শাখায় ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল’ নামে হিসাব চালু করা হয়। ১৯৯১ সালের ৯ জুন অ্যাকাউন্টটিতে কুয়েত আমিরের পাঠানো বিদেশি অনুদান আসে। এই অনুদানের অর্থ পরবর্তী দুই বছরে কোনো এতিমখানায় দান করা হয়নি। দুই বছর পর জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান এবং তাদের ফুপাতো ভাই মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করেন। ট্রাস্ট গঠনের পর অনুদানটি দুই ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়।

আলোচিত এক-এগারো সরকারের সময় ট্রাস্টের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে। দায়ের করা হয় মামলা। যে মামলার অভিযোগপত্র দেওয়া হয় ২০০৯ সালে। সে বছর থেকে ২০১৪ সাল পর্যন্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও পরবর্তিতে গতি পায় আবারও।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটির রায় হয়। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় ৬৩২ পৃষ্ঠার রায়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আকতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে গিয়ে সেই সাজা হয়ে যায় ১০ বছর। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যেতে হয় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

আইভী আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

সাদপন্থি ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

১০

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১১

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

১২

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

১৩

সরকারি মেডিকেল কলেজে কমলো ৩৫৫ আসন

১৪

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

১৫

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

১৬

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

স্বাগতিকদের অম্লমধুর দিন

১৮

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

১৯

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

২০
X