কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূত সামিনা নাজের বিদায়ী সাক্ষাৎ। ছবি : কালবেলা
ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূত সামিনা নাজের বিদায়ী সাক্ষাৎ। ছবি : কালবেলা

ভিয়েতনামের রাষ্ট্রপতি ভু ভান থুওংয়ের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ।

মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট প্যালেসে উভয়পক্ষের মধ্যে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ভিয়েতনামে দীর্ঘ ছয় বছর সফলভাবে কূটনৈতিক মিশন শেষ করার জন্য অভিনন্দন জানান ভু ভান থুওং। দীর্ঘ সময়ের দায়িত্ব পালন এবং অবদানকে স্মরণ করে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালীকরণের পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সামিনা নাজের মাধ্যমে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। রাষ্ট্রদূত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অভিবাদন ভিয়েতনামের রাষ্ট্রপতিকে জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত ভিয়েতনামকে আসিয়ানের সদস্য হিসেবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির নেতৃত্বস্থানীয় ও অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করেন। তিনি ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করার সুবাদে বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করায় আনন্দিত বোধ করেন।

এ বছর বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছর এবং এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করে যার মধ্যে বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ৫০ (১৯৭৩-২০২৩) বছর কিছু দুর্লভ আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরগুলো দু’দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। যেমন- ২০১৮ সালে ভিয়েতনামের প্রয়াত রাষ্ট্রপতি ট্রান ডাই কুয়াংয়ের রাষ্ট্রীয় সফর এবং ২০২৩ সালে ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ডু হাং ভিয়েটের সফর। ভবিষ্যতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং প্রশিক্ষণ, পর্যটন, বিশেষ করে যেহেতু বাংলাদেশে অনেক বৌদ্ধ নিদর্শন রয়েছে সেহেতু বৌদ্ধ পর্যটন প্রভৃতি খাতে উন্নয়ন হবে রাষ্ট্রদূত এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

ভিয়েতনামের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভিয়েতনামের মহান নেতা প্রেসিডেন্ট হো চি মিনকে স্মরণ করে বলেন, উভয় নেতাই দেশ ও জাতির জন্য তাঁদের সারাজীবন উৎসর্গ করেছেন। জাতি গঠন ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় ভিয়েতনামের সাফল্য ও অর্জনকে বাংলাদেশ একটি সাফল্যজনক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখে বলে তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১০

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

১১

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

১২

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১৩

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১৪

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

১৫

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

১৬

লক্ষ্মীপুরে বাসে আগুন

১৭

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

১৮

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১৯

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

২০
X