কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১৫০ টাকা পর্যন্ত হাওয়াই চপ্পল-পাদুকার ভ্যাট অব্যাহতি পুনর্বহাল দাবি

ডিআরইউতে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ডিআরইউতে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকা (১৫০ টাকা মূল্য সীমা পর্যন্ত) উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি করেন।

সমিতির নেতারা বলেন, পূর্বের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (রানা), সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান রহমান (সাজু), সহসাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ অন্য নেতারা এবং বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সমিতির উপদেষ্টা সাখাওয়াত হোসেন বেলাল লিখিত বক্তব্যে বলেন, প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব অত্যন্ত অযৌক্তিক। এটি কার্যকর হলে এ সাশ্রয়ী পণ্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। বিশেষত শ্রমজীবী, দিনমজুর, কৃষক, রিকশা-ভ্যানচালক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় এর বিরূপ প্রভাব পড়বে। নিম্ম আয়ের ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় এতো উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের উদ্ধগতির মধ্যেও ১৫০ টাকা মূল্যের রাবার ও প্লাস্টিকের চপ্পল সরবরাহ অব্যাহত রেখেছে। এই কম উৎপাদন খরচের সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছেছিল, যার মাধ্যমে দেশের নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় হাওয়াই চপ্পল ও পাদুকা ক্রয় করতে পেরেছেন। দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই পণ্যগুলো অত্যাবশ্যকীয়, কারণ এগুলো তাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং সহজলভ্য পাদুকা।

বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, দেশীয় শিল্পকে রক্ষা করা এবং দরিদ্র জনগণের সাশ্রয়ী পণ্য সরবরাহ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আশা করছি, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং ভ্যাট অব্যাহতি দিয়ে জনগণের দুর্ভোগ দূর করবে।

তিনি বলেন, ভ্যাট বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে। এই পণ্যের ভ্যাট অব্যাহতি ছিল। এমনকি রিসাইকেলিং প্লাস্টিক থেকে তৈরিকৃত দানার কোনো ভ্যাট নাই। এ পণ্যের ওপর কেনো বা কী কারণে ভ্যাট আরোপ হবে? অথচ রাবারের ও প্লাস্টিকের চপ্পল রিসাইকেলিংয়ের মাধ্যমে এ পণ্যের উৎপাদন হয়ে থাকে। যা পরিবেশ দূষণ রোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

সমিতির নেতারা বলেন, আমরা ভ্যাট আইন মানি, তবে তা অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় হতে হবে। দেশের পাদুকা শিল্প এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারকে আহ্বান জানাই। জুলাই-আগস্ট অভ্যুত্থ্যানের বা বিল্পবের ফসলই কি দরিদ্র শ্রেণির ওপর ভ্যাট আরোপ?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

খুলনায় ৮ দলের সমাবেশ শুরু

মেট্রোরেলের যাত্রী কমলো ১০ শতাংশ : ডিএমটিসিএল এমডি

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের

বোট উল্টে নদীতে ৫২ যাত্রী

ওজন কমাতে ভাত-রুটি ছাড়তে হবে কি না, বলছেন বিশেষজ্ঞ

সড়ক নিরাপত্তা আইন জরুরি, বছরে ৫ হাজারের বেশি প্রাণহানি

হাসিনা-টিউলিপ পৃথিবীর যেখানেই থাকুক বিচারে বাধা নেই : বিচারক

ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও

১০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১১

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

১২

শীত কখন জেঁকে বসতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৩

কেন প্রকাশ্যে কেঁদেছিলেন অক্ষয়?

১৪

আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

১৫

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

১৬

টিউলিপের ২ বছরের কারাদণ্ড, যা বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

১৭

স্বর্ণপদকজয়ী জাতীয় পর্যায়ের বডিবিল্ডারকে পিটিয়ে হত্যা

১৮

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

১৯

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

২০
X