ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পাঠানো এক বার্তায় ড. মোমেন বন্যায় মানুষের প্রাণহানি, মন্দির ভেঙে যাওয়া ও ব্যাপক ক্ষয়ক্ষতির মর্মান্তিক ঘটনায় এ সমবেদনা জানান।
বন্যায় ভারত সরকারের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা এবং সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। মন্ত্রী মন্দিরে আটকে পড়া ভক্তদের নিরাপদে উদ্ধার এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ড. মোমেন আশা প্রকাশ করেন, শিগগরিই ভারত প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।
মন্তব্য করুন