পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে দরকার।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। ৭ জানুয়ারি নির্বাচনে আতঙ্কের কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করবেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে শেখ হাসিনা সরকার কাজ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সরকার মানুষের সব মৌলিক অধিকার পূরণ করবে।
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারি প্রমাণ করব আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
মন্তব্য করুন