কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
স্কাই নিউজের সাক্ষাৎকারে ড. ইউনূস

জুলাই আন্দোলনে গণহত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা

জুলাই আন্দোলনে শেখ হাসিনার গ্রাফিতি ও ড. ইউনূস। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনে শেখ হাসিনার গ্রাফিতি ও ড. ইউনূস। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৫ মার্চ) সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার সরকারের সময় জোরপূর্বক গুমের একটি ব্যবস্থা তদারকি করেছেন, পাশাপাশি গত বছরের জুলাই এবং আগস্টে বিক্ষোভকারীদের গণহত্যারও নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, একটি বিচার হবে। শুধু তাকে নয়, তার সঙ্গে যুক্ত সকল লোক- তার পরিবারের সদস্য এবং সহযোগীদেরও বিচার করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি গোপন আটক কেন্দ্রের (আয়নাঘর) তদারকির অভিযোগ রয়েছে। এ বন্দিশালায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং অনেককে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অধ্যাপক ইউনূস বলেন, তারা প্রাতিষ্ঠানিক চিঠিপাঠিয়েছেন। কিন্তু নয়াদিল্লি থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা আদালতের মুখোমুখি হবেন, শারীরিকভাবে বাংলাদেশে উপস্থিত থাকুক বা অনুপস্থিতিতে।

অধ্যাপক ইউনূস সম্প্রতি এখন গোপন বন্দিশালা (আয়নাঘর) পরিদর্শন করেছেন। তিনি যা দেখেছেন তা দেখে তিনি অত্যন্ত হতবাক হয়েছেন। তিনি বলেন, এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে, অনুভব করতে বা পর্যবেক্ষণ করতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে শত শত কর্মীর অপহরণ, নির্যাতন ও হত্যা তদারকি করতে ব্যবহার করেছেন। তিনি এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। শেখ হাসিনা, তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় ৮০০টি গোপন কারাগারের তদারকি করার অভিযোগে অভিযুক্ত অনেকেই বাংলাদেশ থেকে পালিয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেন, অভিযুক্ত অপরাধগুলোতে জড়িত লোকের সংখ্যা এবং পরিসর সম্পন্ন করতে সময়ের প্রয়োজন। তিনি বলেন, সবাই এতে জড়িত ছিল। পুরো সরকার এতে জড়িত ছিল। তাই আপনি আলাদা করতে পারবেন না যে কে সত্যিই এবং উৎসাহের সাথে এটি করছিল, কে আদেশে এটি করছিল এবং কে খুব সহায়ক ছিল না কিন্তু সেই ধরনের কাজ করছিল।

অধ্যাপক ইউনূস বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (এসিসি) তদন্তের আওতায় রয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, তার বিরুদ্ধে মামলাটি গুরুতর। দেশে তার প্রচুর সম্পদ রয়েছে। সবকিছু দেখা হবে।

টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে বাংলাদেশে তদন্তে নাম আসার পর দুর্নীতি প্রতিরোধমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। লন্ডনের এমপির একজন মুখপাত্র বলেন, তিনি দাবিগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। এসব বিষয়ে তার সাথে যোগাযোগ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চর দখলের চেষ্টা

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্রশক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

১০

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

১১

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১২

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১৩

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১৪

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৫

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৬

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৭

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৮

বাস উল্টে নিহত ২

১৯

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

২০
X