কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর ঢাকা ঘাঁটির নাম পরিবর্তন

কুর্মিটোলা বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ নামকরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
কুর্মিটোলা বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ নামকরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটিতে নতুন নামকরণ করা হয়।

ঘাঁটির নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বিমানবাহিনী প্রধান বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর এবং জাতির ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে।

তিনি বলেন, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতাও যিনি বাংলাদেশ বিমানবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা, কৌশলগত বুদ্ধি এবং অদম্য চেতনা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি কঠোর মুক্তিসংগ্রামের মাধ্যমে বিজয়ের দিকে পরিচালিত প্রচেষ্টাগুলোর সমন্বয়সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার পর তিনি প্রথম বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার যোগ্যতম পরিচালনায় যুদ্ধ বিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠনে সক্ষম হন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠায় তার অবদান এবং এই বাহিনীর উন্নয়নে অতুলনীয় ভূমিকা রাখার জন্য তার নামে এই ঘাঁটির নামকরণ করে তাকে এবং তার উত্তরাধিকারীগণকে সম্মান জানানো হল।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তমকে মুক্তিযুদ্ধ পরিচালনায় তার অনন্য সাধারণ ভূমিকা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বিমানবাহিনীকে সুসংগঠিত করা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০১১’ এ ভূষিত করে।

নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং অন্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

ক্লান্তির পরেও ঘুম আসছে না, কোনো খারাপ লক্ষণ নয়তো

১০

এনসিপির ১২ নেতার পদত্যাগ

১১

মা হলেন অদিতি মুন্সী

১২

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

১৩

দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮

১৪

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক আর নেই

১৫

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১৬

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

১৭

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

১৮

মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

১৯

নতুন জীবনে শেখ ইশতিয়াক

২০
X