স্বামী অক্ষরানন্দজীর অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় ১৯৮৯ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রামকৃষ্ণ মিশন ঢাকায়, স্বামী অক্ষরানন্দ মিলনায়তনে ২৯তম বার্ষিক সভার আয়োজন করা হয়েছে।
এই মহতী অনুষ্ঠানে আশীর্বচন ও দিক-নির্দেশনা প্রদান করবেন শ্রীমৎ স্বামী পুর্নাত্মানন্দজী মহারাজ অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা। বাংলাদেশ রামকৃষ্ণ সংঘের পূজ্যবাদ দীক্ষাগুরু ও প্রধান উপদেষ্টা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি সৌমেন্দ্র সরকার সভাপতি রামকৃষ্ণ মিশন পরিচালনা পরিষদের ঢাকা।
বিশেষ অতিথি সুবল চন্দ্র সাহা সহসভাপতি রামকৃষ্ণ মিশন পরিচালনা পরিষদ ঢাকা ও দেবাশীষ পাল প্রাধক্ষ্য, জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বামী অক্ষর আনন্দ জি মহারাজের প্রেরণায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার আশুতোষ রায় সাধারণ সম্পাদক ড. সুকান্ত রায় ২৯তম বার্ষিক সাধারণ সভায় বিবেকানন্দ শিক্ষার সংস্কৃতি পরিষদের সকল শাখা কেন্দ্রের সদস্য ও শুভানুধ্যায়ীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধে জানিয়েছেন।
মন্তব্য করুন