সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে বহন করা গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সোমবার রাত ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি আবুল হোসেন।
দুজন বাইক আরোহী আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল হোসেন।
রাত পৌনে ১১ টার দিকে মিন্টু রোডের মন্ত্রী পাড়ায় ঢোকার রাস্তায় একটি বাইক মোড় ঘুরতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়িতে আঘাত করে। এসময় দুইজন আহত হলে তাদের মন্ত্রীর গাড়িতেই ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন বলে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে।
রমনা থানার এসআই মো. মামুন বলেন, হেয়ার রোডের মুখে একটা গাড়ির ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের একজনের নাম রাফসান, অপরজন অভি। দুজনকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
মন্তব্য করুন