ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্টস বাংলাদেশের (আইএমসিবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২২-২৪ সময়ের জন্য গঠিত এ কমিটি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
রোববার আইএমসিবি-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমসিবির নবগঠিত কমিটিতে চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন এম জাকির হোসেন। এ ছাড়া নাদিম এ চৌধুরী প্রেসিডেন্ট ও প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান।
আইএমসিবিএর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুর রহিম খান এ ফলাফল ঘোষণা করেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমসিবির প্রধান উপদেষ্টা এবং আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, আইএমসিবির নির্বাচন কমিশনার ড. আব্দুর রহিম খান, নবনির্বাচিত চেয়ারম্যান এম জাকির হোসেন, আইএমসিবির সভাপতি নাদিম এ চৌধুরী, সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমানসহ আইএমসিবির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
এম জাকির হোসেন আইএমসিবির নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে তিনটি সাব-কমিটি গঠনের অনুরোধ জানান এবং আইএমসিবির আর্থিক সক্ষমতা জোরদার করতে সদস্যদের সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
মন্তব্য করুন