বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রাতিষ্ঠানিকভাবে কৃষি সাংবাদিকতা শেখানোর উদ্যোগ গ্রহণ করেছি-কুড়িকৃবি উপাচার্য

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সাংবাদিকতায় একটি বড় ক্ষেত্র হলো কৃষি সাংবাদিকতা। কৃষি সাংবাদিকতার পরিসর এখন অনেক বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কৃষি সাংবাদিকতা শেখানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অনেক অর্জনই প্রচারের অভাবে জাতির কাছে পৌঁছানো সম্ভব হয় না। সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমেই এ প্রচারের কাজটি করে যাচ্ছে। তবে সাংবাদিকতায় পজিটিভ এবং নেগেটিভ দুইটি দিকই থাকবে। কোনো অন্যায় হলে সেটির প্রচারে সাংবাদিকদের কলম চেপে রাখা শোভনীয় নয়। সাংবাদিকদের হাত ধরেই সকলের সামনে অন্যায়গুলো উঠে আসবে এবং তা নির্মূল হবে।

২৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স রুমে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বার্ষিক দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

অনুষ্ঠানে বাকৃবিসাসের সাবেক সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুণ-অর-রশিদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী। এসময় আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ১৪ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করেন বাকৃবিসাসের সাবেক সভাপতি অশিকুর রহমান । কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বাকৃবি প্রতিনিধি মো. রাফি উল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বাকৃবি প্রতিনিধি মো. সাকিব আল তানিউল করিম জীম।

প্রধান অতিথি বক্তব্যে বাকৃবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হলো একটি পরিবারের মতো। পরিবারের মতো এখানেও কিছু ভুলত্রুটি থাকবেই। সেই ভুলত্রুটিগুলো পত্রিকার পাতায় তুলে ধরলে যদি বিশ্ববিদ্যালয়ের উপকার হয় তাহলে সে বিষয়টি অবশ্যই সংবাদ আকারে প্রকাশ করতে হবে। যেকোনো সংবাদে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথাটি মাথায় রাখতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। কিছু কিছু ক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা নিজের জীবন পর্যন্ত বাজি রাখেন। বাকৃবির সাংবাদিকদেরকেও একই নীতিতে কাজ করতে হবে। ।

আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের সাথে টিভি চ্যানেলগুলোকে সংযুক্ত করার জন্য। প্রতিদিন একঘন্টা করে তাদের পর্দায় আমরা সময় দিবো এবং কৃষির উন্নয়ন ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। বাকৃবির সাংবাদিকদেরকে আমি সেভাবেই প্রস্তুত হতে বলবো। তাঁরা যেন মাল্টিমিডিয়ার সাথে খাপ খাইয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে সে লক্ষ্যেই তাদের প্রস্তুতি নিতে বলব আমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১০

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১১

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১২

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৩

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৪

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

১৫

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

১৬

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

১৭

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১৮

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১৯

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

২০
X